সর্বেশ্বর সিং আম্বেরের রাজা মানসিং এর কথামতো তৎকালীন জঙ্গলখন্ড (বর্তমান ঝাড়গ্রাম) তার রাজা, মাল রাজাকে পরাজিত করে তারপরের থেকেই সর্বেশ্বর সিং চৌহান মল্ল দেব হয়ে ওঠেন। রাজ্য জয় করার পর সর্বেশ্বর সিং চৌহান জঙ্গলখণ্ড তথা ঝাড়গ্রাম থেকে পুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। কথিত আছে সেই সময়ে রাজা স্বনাদেশ পেয়ে এখানে মন্দির করে স্থাপনা করেন। সেই মন্দিরের নাম দেন মা সাবিত্রী দেবীর মন্দির। এখানে চুলের মুটির উপর গড়ে ওঠা মূর্তিতে পুজো হয় তাই নতুন করে কোনও দুর্গা প্রতিমা বানানো হয় না।
advertisement
পুজোর জন্য মা সাবিত্রির পার্শ্ববর্তী জায়গাতে নব ঘট এবং পট দিয়ে দুর্গা পুজো করা হয়। যা এখনো পর্যন্ত রাজ পরিবাররা এই পূজায় অংশগ্রহণ করেন সেই পুরনো জৌলুসে এই পুজো চলে আসছে, ছিতা অষ্টমী থেকে শুরু হয় পুজো মহালয়া থেকে চণ্ডীপাঠ থেকে শুরু করে অন্য ভোগ দশমী তে পাঁঠা বলি ও পাটাবিধা মধ্য দিয়ে পুজো সম্পূর্ণ করা হয়।
আরও পড়ুন, দাউ দাউ করে জ্বলছে তিন তিনটে দোকান! নকশালবাড়িতে ভয়াবহ আগুন
আরও পড়ুন, স্ত্রীকে কুপিয়ে খুন করে আত্মহত্যার চেষ্টা স্বামীর! হাড়হিম ঘটনা কলকাতায়
রাজ আমলের এখনো একটা বিষয় রয়ে গেছে প্রতিবছর পুজোর সময় দশমীতে মাল রাজার পুতুল বানিয়ে আগুন লাগানো হয়। এই পুজোয় দূর দূরান্ত থেকে আশাপূর্ণার্থীরা এখানে জমায়েত করেন যা ঝাড়গ্রামের অন্যতম পুজো হিসেবে এখনো পরিচিত রয়েছে।
Raju sing