Breaking: দাউ দাউ করে জ্বলছে তিন তিনটে দোকান! নকশালবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Naxalbari Fire: আগুন ছড়িয়ে পরে মুহূর্তের মধ্যে। পরপর ৩টি কাপড়ের দোকানে আগুন লেগে যায়।
শিলিগুড়ি : নকশালবাড়ির আচমকা অগ্নিকাণ্ড। ভয়াবহ আগুন ছড়িয়ে পরে মুহূর্তের মধ্যে। পরপর ৩টি কাপড়ের দোকানে আগুন লেগে যায়। বাজার এলাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। প্রায় তিনঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রবিবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে। এর জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ব্যবসায়ীরা দোকানের মালপত্র বের করে নিয়ে যাচ্ছেন। নকশালবাড়ি দমকল কেন্দ্রের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এলেও আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি।
advertisement
advertisement
পরে খবর দেওয়া হয় মাটিগাড়ায়। সেখান থেকে আরও দুটি ইঞ্জিন আসছে বলে জানা গিয়েছে। বিধ্বংসী আগুনে ইতিমধ্যেই নকশালবাড়ি বাজারের তিনটে দোকান পুড়ে ছাই হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 16, 2023 12:09 AM IST