Kolkata Murder: স্ত্রীকে কুপিয়ে খুন, পরে আত্মহত্যার চেষ্টা স্বামীর! হাড়হিম ঘটনা কলকাতার হরিদেবপুরে

Last Updated:

Kolkata Murder: পুলিশ সূত্রে খবর, রবিবার রাত সওয়া ১০টা নাগাদ ঘটেছে এই ঘটনা। মৃত যুবতীর নাম কৃষ্ণা দে। বয়স ২১ বছর।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
কলকাতা: স্ত্রীকে খুন করে আত্মহত্যার চেষ্টা স্বামীর। হাড়হিম ঘটনাটি ঘটেছে খাস কলকাতার হরিদেবপুরে। ঘটনায় হতবাক এলাকাবাসী। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জানা গিয়েছে, স্ত্রীর ঘাড়ে ছুরির কোপ দেয় স্বামী। তাতেই মৃত্যু হয় স্ত্রীর। এরপর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন স্বামী। অচেতন অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাত সওয়া ১০টা নাগাদ ঘটেছে এই ঘটনা। মৃত যুবতীর নাম কৃষ্ণা দে। বয়স ২১ বছর। অভিযুক্তের নাম শুভেন্দু দাস। বয়স ৩২ বছর।
advertisement
জানা গিয়েছে, এক বছর আগে রেজিস্ট্রি বিয়ে হয় কৃষ্ণা ও শুভেন্দুর। কিন্তু মেয়েটির বাড়ির লোকের মত ছিল না। সংসারও খুব সুখের ছিল না দুজনের। ডিভোর্স কেস ফাইল হয়েছিল। শুভেন্দু পেশায় টালিগঞ্জ – বেহালা চৌরাস্তা রুটের অটো চালক।
advertisement
রবিবার রাতে হরিদেবপুরের রামকৃষ্ণপল্লি বাড়িতেই আক্রান্ত হন কৃষ্ণা। তাঁকে বেশ কয়েকবার কোপানো হয়। কোপ বসানো হয় গলাতেও। ওই অবস্থাতেই এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় কৃষ্ণাকে।
চিকিৎসকেরা সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কৃষ্ণাকে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন শুভেন্দুও। তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় কৃষ্ণার বাড়ি থেকে উদ্ধার করা হয়। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Murder: স্ত্রীকে কুপিয়ে খুন, পরে আত্মহত্যার চেষ্টা স্বামীর! হাড়হিম ঘটনা কলকাতার হরিদেবপুরে
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ ! আগামী কয়েকদিনে রাজ্যে ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা
বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ ! আগামী কয়েকদিনে রাজ্যে ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা
  • বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ !

  • আগামী কয়েকদিনে ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা

  • দেখে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement