TRENDING:

Jalpaiguri News: বাড়িতেই স্বল্প জায়গায় সুপারি ও নারকেল গাছের সঙ্গে গোলমরিচ চাষ করে স্বনির্ভর হন

Last Updated:

বাড়িতেই স্বল্প জায়গায় সুপারি ও নারকেল গাছের সাথে গোলমরিচ চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন মহিলারা। এনিয়ে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি মোহিতনগর গবেষণা কেন্দ্রে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: বাড়িতেই স্বল্প জায়গায় সুপারি ও নারকেল গাছের সঙ্গে গোলমরিচ চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন মহিলারা। এনিয়ে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি মোহিতনগর গবেষণা কেন্দ্রে। কেন্দ্রীয় রোপন ফসল অনুসন্ধান সংস্থার ইনচার্জ অরুণ কুমার শিট জানান, "আদিবাসী মহিলাদের গোলমরিচ চাষ নিয়ে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। যারা সুপারি চাষ করেন তারা একই সঙ্গে গোলমরিচ এবং নারকেল একসঙ্গে চাষ অর্থাৎ মিশ্র চাষ করলে তাঁরা আর্থিক ভাবে অনেক বেশী লাভবান হতে পারবেন। গোলমরিচ এবং সুপারির জন্য উত্তরবঙ্গ বিশেষ করে জলপাইগুড়ি ডুয়ার্স ও আলিপুরদুয়ার জেলায় আবহাওয়া অনুকূল। বাজারে গোলমরিচের এবং সুপারির চাহিদা যথেষ্টই রয়েছে।"
advertisement

এই চাষ করার মাধ্যমে জীবিকার মানোন্নয়ন ঘটবে বলেই আশাবাদী সকলে। চা বাগানের চা শ্রমিক মহিলাদের চা পাতা তোলার মজুরীর পাশাপাশি সুপারি বা নারকেল গাছের সাথে গোলমরিচ চাষ করলে তাদের আয় বৃদ্ধি হবে। এছাড়াও জীবিকার মনের উন্নয়ন ঘটবে। এই লক্ষ্যেই জেলার বানারহাট ব্লকের ট্রাইবাল কমিউনিটির মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হয়। কেন্দ্রীয় রোপন ফসল অনুসন্ধান সংস্থান ইনচার্জ অরুণ কুমার শিট এমনটাই জানিয়েছেন। তিনি আরও বলেন, \"গোলমরিচের গাছ লতানো বলে সুপারি গাছে এবং নারকেল গাছে এই ফসল ফলাতে অতিরিক্ত জমির প্রয়োজন পড়েনা।"

advertisement

আরও পড়ুন: প্ল্যান চেঞ্জ? ট্রেনে টিকিট কাটার পরেও পরিবর্তন করা যায় যাত্রার তারিখ, জানেন

আরও পড়ুন: বাড়িতে বসে এই অ্যাপেই জানতে পারবেন বাজেটের খুঁটিনাটি, কীভাবে ডাউনলোড, জানুন

View More

এরই পাশাপাশি এই চা বাগান উদ্ভাসিত এলাকায় এই মহিলাদের পাশে থেকে যারা বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সেই সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও এই ধরনের শিবিরে নিজেদেরকে উপস্থিত রেখেছিলেন। এই ট্রেনিং অনেকটাই কাজে লাগবে সকলের। এলাকায় অন্যান্য মানুষদেরও এভাবে মিশ্রচাষে আর্থিকভাবে স্বাবলম্বী হতে করে তুলতে পারবে। তবে গোটা এই চাষ করার পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে চা বলার মহিলারা আর্থিকভাবে অনেকটাই স্বনির্ভর হয়ে উঠতে পারবেন বলে মনে করা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Surajit Dey

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: বাড়িতেই স্বল্প জায়গায় সুপারি ও নারকেল গাছের সঙ্গে গোলমরিচ চাষ করে স্বনির্ভর হন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল