হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
বাড়িতে বসে এই অ্যাপেই জানতে পারবেন বাজেটের খুঁটিনাটি, কীভাবে ডাউনলোড, জানুন

Union Budget 2023: বাড়িতে বসে এই অ্যাপেই জানতে পারবেন বাজেটের খুঁটিনাটি, কীভাবে ডাউনলোড, জানুন

নির্মলা সীতারামন। ফাইল ছবি

নির্মলা সীতারামন। ফাইল ছবি

Union Budget 2023: আগামী ১লা ফেব্রুয়ারি বাজেট উপস্থাপনের পর বাজেট নথি একটি মোবাইল অ্যাপে প্রকাশ করা হবে।

  • Share this:

নয়া দিল্লি: আসন্ন কেন্দ্রীয় বাজেট কাগজবিহীন হবে। কয়েকদিন আগেই কেন্দ্রীয় সরকার এই তথ্য জানিয়েছে। কাগজবিহীন এই বাজেট জনগণের কাছে পৌঁছে দিতে সরকার বিশেষ ব্যবস্থা করেছে। আগামী ১লা ফেব্রুয়ারি বাজেট উপস্থাপনের পর বাজেট নথি একটি মোবাইল অ্যাপে প্রকাশ করা হবে।

এই অ্যাপের নাম 'Union Budget Mobile App'। অর্থ মন্ত্রক জানিয়েছে, সাধারণ মানুষ চাইলে এই অ্যাপে বাজেটের নথির সম্পূর্ণ সেট পাবেন। কয়েক বছর আগে অর্থমন্ত্রী বাজেটকে সম্পূর্ণ কাগজবিহীন করেছেন। এখন সংসদ সদস্যরাও ট্যাবলেটে বাজেট নথির তথ্য পেয়ে থাকেন। গত ২৫ তারিখ একটি ট্যুইট কেন্দ্রীয় অর্থ মন্ত্রক জানিয়েছে, "আগের দুটি কেন্দ্রীয় বাজেটের মতো ২০২৩-২৪ কেন্দ্রীয় বাজেটও সম্পূর্ণ কাগজবিহীন আকারে বিতরণ করা হবে। কেন্দ্রীয় বাজেট ১ ফেব্রুয়ারি পেশ করা হবে।"

অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং অ্যাপল ওএস প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করা যাবে। এই অ্যাপটি ২০২১ সালে চালু হয়েছিল। এটি সরকারের ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (NIC) তৈরি করেছে। এটি অর্থনৈতিক বিষয়ক বিভাগ (DEA) এর নির্দেশনায় তৈরি করা হয়েছে।

ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন?

ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। iOS ডিভাইসের জন্য এটি অ্যাপল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। কেন্দ্রীয় বাজেটের ওয়েব পোর্টাল (WWW.Indiabudget.Gov.In) থেকেও ডাউনলোড করা যেতে পারে।

আরও পড়ুন, তিনটি নয়, দু'টি যুদ্ধ বিমান ভেঙে পড়ে মধ্যপ্রদেশ ও রাজস্থানে! এক পাইলটের মৃত্য়ু

আরও পড়ুন, ত্রিপুরা রাখতে মরিয়া বিজেপি, প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রীও! রয়েছে সংখ্যালঘু মুখ

কী কী সুবিধা মিলবে

ব্যবহারকারীরা এই অ্যাপ থেকে বাজেট নথি ডাউনলোড এবং প্রিন্ট করতে পারেন। বাজেট সংক্রান্ত যে কোনো তথ্যও এতে অনুসন্ধান করা যাবে। প্রয়োজনে যেকোনো নথির জুম-ইন এবং জুম-আউটও করা যেতে পারে। এটিতে একটি দ্বিমুখী স্ক্রোলিং বৈশিষ্ট্যও রয়েছে। এই অ্যাপের তথ্য হিন্দি এবং ইংরেজি উভয় ভাষাতেই পড়া যাবে। বার্ষিক আর্থিক বিবৃতি, অনুদান এবং আর্থিক বিলও এই অ্যাপে পাওয়া যাবে।

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Budget, Budget 2023, Budget key announcement, Nirmala Sitharaman, Union Budget 2023