আরও পড়ুন: ‘স্বপ্নের উড়ান’-এ চড়তে আপনাকে আসতেই হবে পূর্বাঞ্চলের দুর্গাপুজোয়
রবিবার রাত ১২ টা নাগাদ একটি বুনো হাতি মোরাঘাট জঙ্গল থেকে বেরিয়ে খাবারের খোঁজে গেট ভেঙে ডিবিআইটিএ-র বিন্নাগুড়ি ক্যাম্পসে ঢুকে পড়ে। এরপর হাতিটি ক্যাম্পাসের ভেতরে অবস্থিত আবাসনগুলিতে খাবারের খোঁজে হানা দেয় বলে জানা গিয়েছে। হাতির হামলায় আবাসনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। সেই চিৎকার শুনে ভয় পেয়ে হাতিটিও ছোটাছুটি করতে থাকে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি। যদিও হাতিটি ক্যাম্পাসের ভেতর ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।
advertisement
হাতিটি প্রায় আধঘণ্টা ডিবিআইটিএ ক্যাম্পাসে দাপিয়ে বেড়ায়। অবশেষে আবাসিকদের তাড়া খেয়ে বাইরে বেরিয়ে আসে। এরপর চা বাগান দিয়ে জঙ্গলের পথ ধরে। হাতিটি চলে যাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার কর্মীরা। এই ঘটনায় আতঙ্কে ভুগছে ডিবিআইটিএ আবাসনে বসবাসকারী কর্মীদের পরিবারের সদস্যরা।
সুরজিৎ দে






