এবারেও জলপাইগুড়ি জেলা পরিষদ নিজেদের দখলে রেখেছে তৃণমূল কংগ্রেস। তবে উঠে এসেছে নতুন প্রজন্মের নতুন মুখ, যার মধ্যে অন্যতম সদর ব্লকের জেলা পরিষদ আসনে জয়ী প্রণয়িতা দাস, যিনি এবারেই প্রথম অবতীর্ণ হয়েছিলেন রাজনৈতিক ময়দানে।
আরও পড়ুন: যে এলাকা কাঁপত স্বামীর ভয়ে, সেই এলাকাতেই এবার স্ত্রীর জয়! বাংলার মাও-যুগের অবসান?
advertisement
এর সঙ্গে রয়েছে ডুয়ার্স বলয়ে দীর্ঘ দিন ধরে রাজনীতি করে আশা এবং বর্তমানে তৃণমূল কংগ্রেস দলের জেলা সভানেত্রী মহুয়া গোপ। জেলা পরিষদের ২৪ টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস দলের প্রার্থীরা।
আরও পড়ুন: একটা স্বাক্ষর নেই বলে কান্দির দুই বুথের ভোট পুরো বাতিল! কার সই? বিরাট শোরগোল
এরই সঙ্গে জলপাইগুড়ি জেলার নয়টি পঞ্চায়েত সমিতিরও দখল নিজের হাতে রাখতে পেরেছে তৃণমূল কংগ্রেস দল। এর পাশাপাশি জেলার ৮০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এখনও পর্যন্ত তৃণমূল ৬৪টি তে জয়ী হয়েছে তৃণমূল। সব মিলিয়ে জেলায় সবুজ ঝড়ে অনেক ফিকে হয়েছে গেরুয়া থেকে লালের ছটা।
সুরজিৎ দে