তাঁকে সাহায্যের জন্য দু’হাত বাড়িয়ে দিয়েছেন অন্যান্যরাও। ঠিক এমনই মানবিকতার ছবি ধরা পড়ল জলপাইগুড়ির তিস্তা পাড়ের সারদাপল্লী ১৭/১৫৮ নম্বর বুথে।মাত্র ১১ দিন আগে দুলাল বাবুর বাবা মারা গেছেন ।আজ কাজ।কাজের ব্যস্ততায় ভোট যাতে বাদ না পড়ে, তার জন্য সকাল সকাল ভোট দিতে চলে আসেন দুলাল বাবু।
আরও পড়ুন: বুথে মাত্র পাঁচ-জন মহিলা ভোট কর্মী! আতঙ্কের রাত কাটোয়ায়! জানুন কী ঘটছে
advertisement
সহৃদয় এলাকার ভোটাররাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন।সবার প্রথমে ভোট দেওয়ার ব্যবস্থা করেন। বাবার কাজে বসার আগে নিজের অধিকার প্রয়োগ করতে পেরে খুশি দুলাল মল্লিক। এই বিষয় নিয়ে দুলাল মল্লিক তিনি বলেন পাঁচ বছর অন্তর অন্তর পঞ্চায়েত ভোট হয় সঠিক প্রার্থী বাছতেই আমি এসেছি এই ভোট দিয়ে বাবার শ্রাদ্ধের কাজ করব।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2023 3:55 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
WB Panchayat Election 2023 : বাবার শ্রাদ্ধ চলছে ! ভোট দিতে এল ছেলে! যা ঘটল বুথে! অবাক হবেন