পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা যে জোট বাঁধতে পারে, এমন সম্ভাবনা বাড়ছিলই৷ তা স্পষ্টভাবে প্রমাণ করে দিল জলপাইগুড়ি অরবিন্দ গ্ৰাম পঞ্চায়েতের ১৭/২৭ নং বুথের প্রার্থী অপিতা রায়। অর্পিতা বাম-কংগ্রেস জোট নিয়ে লড়াইয়ের ময়দানে এবার লড়াই করবে । পঞ্চায়েত নির্বাচনের আগে দীর্ঘক্ষণ তৃণমূলের কর্মী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
আরও পড়ুন: অবলা বন্ধুত্ব! আহত গরুকে ছেড়ে গেল না অন্য গরু! চোখে জল আনবে ভিডিও
advertisement
এবার হঠাৎ টিকিট না পাওয়ায় তিনি নির্দল প্রার্থী আম চিহ্নের হয়ে অংশ নিয়ে ভোটে দাঁড়িয়েছেন। সেই জোট প্রকাশ্যে আসায়, তৃণমূল কংগ্রেস প্রার্থীরা নির্দল প্রার্থীকে স্বাভাবিকভাবেই কটাক্ষ করতে ছাড়লেন না।এ বিষয় নিয়ে অর্পিতা রায় বলেন, “নির্দলের হয়ে দাঁড়িয়েও পঞ্চায়েত ভোটে ভাল ফল করব। বাম কংগ্রেস পাশে রয়েছে।” ফলত বোঝাই যাচ্ছে, মূলত বাম কংগ্রেসের সাপোর্টে ভাল ফলের আশা করে তিনি লড়াই করছেন নির্দল প্রার্থীর আম চিহ্ন নিয়ে।
সুরজিৎ দে





