Viral Video: অবলা বন্ধুত্ব! আহত গরুকে ছেড়ে গেল না অন্য গরু! চোখে জল আনবে ভিডিও

Last Updated:

Viral Video: অবলা প্রাণীরাও বোঝে বন্ধুত্বের মানে, এদিনের ঘটনায় অবাক সকলে! দেখুন ভিডিও

+
আহত

আহত গরুর পাশে বসে বন্ধু গরু

উত্তর ২৪ পরগনা: ওরা অবলা প্রাণী, তবুও হয়ত জানে কাকে বলে ভালবাসা বা বন্ধুত্ব। রাস্তার ধারে দুই গবাদি পশুর এই ঘটনা যেন চোখে আঙুল দিয়ে অনেক কিছু  শেখালো সমাজকে। দুটি গরু রাস্তার ধার ঘেঁষে যাওয়ার সময়, রাতের অন্ধকারে গাড়ির ধাক্কায় আহত হয়। এরপর হাঁটতে না পেরে, রাস্তার পাশেই বসে পড়ে অবলা প্রাণীটি। সকাল হতেই স্থানীয় মানুষজন দেখতে পান গুরুতর আহত অবস্থায় গরুটি বসে রয়েছে রাস্তার ধারে। আর তা ঠিক পাশেই বসে আরেকটি গরুও। আহত গরুটিকে ছেড়ে বিন্দুমাত্র নড়ছে না সে। দীর্ঘ সময় কেটে গেলেও এই একই চিত্র দেখে এগিয়ে আসেন স্থানীয় মানুষজন।
পরবর্তীতে এলাকার কয়েকজন উদ্যোগ নিয়ে আহত গরুটির চিকিৎসা করানোর ব্যবস্থা করেন। চিকিৎসার পর কিছুটা সুস্থতা বোধ করলে, আহত গরুটি মাথা তুলতে সক্ষম হয়। আর ঠিক তারপরই দেখা যায় পাশে বসে থাকা গরুটিও মাথা তুলে দাঁড়াতে। আর এই ছবি দেখেই এলাকাবাসীরা বলছেন,বন্ধু আহত অবস্থায় পড়েছিল বলেই, তাকে ফেলে না চলে গিয়ে তার পাশেই ঘণ্টার পর ঘণ্টা বসেছিল বন্ধু গরুটি।
advertisement
advertisement
স্থানীয়রা জানান, বন্ধুত্বের এমন নজির দেখেই চাঁদা তুলে আহত গরুটির চিকিৎসার ব্যবস্থা করা হয়। গরুটিকে চিকিৎসকের পরামর্শ মত একাধিক ইনজেকশন ও ওষুধ খাওয়ানো হয়। কিছুটা সুস্থ হলে গরুর খাবার এনে আহত গরুটিকে খাওয়ানো হয়। যদিও তার আগে পর্যন্ত মুখে কিছুই তুলতে চায়নি অপর বন্ধু গরুটি। তবে আহত গরুটি সুস্থ হয়ে উঠতেই যেন স্বস্তি মেলে দীর্ঘক্ষণ সঙ্গে থাকা অপর বন্ধু গরুটির। আর তারপরই খাবার মুখে তোলে সে।
advertisement
এমনই ঘটনার সাক্ষী থাকল অশোকনগর কল্যাণগড় পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের আট নম্বর কালীবাড়ি মোড় এলাকার মানুষজন। পাশাপাশি, নৈহাটি রোড দিয়ে রাতের অন্ধকারে দুরন্ত গতিতে ছুটে চলা যানবাহনের নিয়ন্ত্রণের জন্যও স্থানীয় মানুষজন প্রশাসনের নজরদারির আবেদন জানান। চারিদিকে যখন হিংসা মারামারির মতো নানা বিদ্বেষ মূলক ঘটনা উঠে আসে, সেই জায়গায় দাঁড়িয়ে দুটি গরুর এমন বন্ধুত্বের ছবি দেখে অবাক হয়েছেন অনেকেই। সোশ্যাল মিডিয়াতেও এখন ভাইরাল অবলা দুই বন্ধুর এই ঘটনার কথা।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Viral Video: অবলা বন্ধুত্ব! আহত গরুকে ছেড়ে গেল না অন্য গরু! চোখে জল আনবে ভিডিও
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement