খারিজা বেরুবাড়ী এলাকার এক নাবালকের সঙ্গে ভালোবাসার সম্পর্কে বাঁধা পরে এক নাবালিকা। কিন্তু তাদের যেহেতু বিবাহের জন্য উপযুক্ত বয়স হয়নি তাই সরকারী নিয়ম অনুযায়ী তাদের সেই বন্ধনের আগেই আলাদা হতে হল। জলপাইগুড়ি চাইলড লাইন ও জেলা ব্লক প্রশাসন এই বিষয়ে উদ্যোগ নিয়ে দু'জনের বাড়িতে বুঝিয়ে বলে কম বয়সে বিবাহ করা অপরাধ। পাশাপাশি কম বয়সে বিয়ে করলে সরকারি সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হবে বলেও চাইলড লাইন পরিবার দুটির সদস্যদের বোঝান।
advertisement
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2023 3:23 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: প্রেমের দিনেই প্রেম-বিয়োগ! ভালোবাসার দিনেই দূরে সরে গেল দুটি মন, 'ভিলেন' হয়ে দাঁড়াল বয়স!