রাখি পূর্ণিমা উপলক্ষে গরুমারার মেদলা ক্যাম্পের কুনকি হাতিদের রাখি পরিয়ে হাতি রক্ষার বার্তা দেওয়া হল। এহেন উদ্দ্যেশ্যের প্রশংসা করেছেন অনেকেই। গরুমারা বন্যপ্রাণী বিভাগের রামশাই মেদলা ক্যাম্পের কুনকি হাতি হিলারি, শিলাবতী, কিরণরাজ, বসন্তদের রাখি পরিয়ে হাতি সংরক্ষণের বার্তা দেওয়া হল।
আরও পড়ুনঃ মোহিতনগরে সেতু বেহাল! রুগ্ন সেতু দিয়ে চলছে যাতায়াত
advertisement
গোটা দেশের মধ্যে বন্যপ্রাণ রক্ষার ক্ষেত্রে যা প্রায় বিরল বললে খুব একটা ভুল হবে না। রাখি পূর্ণিমা উপলক্ষ্যে কুনকি হাতিদের স্নান করিয়ে সাজিয়ে রাখি পড়ানো হয়। মিষ্টি নয়, তুলে দেওয়া হল তাদের প্রিয় খাবার যেমন ফল, কলা ইত্যাদি। এই প্রসঙ্গে লাটাগুরির একটি পরিবেশ প্রেমী সংস্থার অন্যতম অণির্বাণ মজুমদার বলেন, ‘প্রায় ১০ বছর ধরে রাখি পূর্ণিমায় এভাবে আমরা দিনটি উদযাপন করছি।
আরও পড়ুনঃ জলপাইগুড়িতে পালিত হচ্ছে ঝুলন উৎসব
আজকাল চারদিকে হাতির সাথে সভ্য সমাজের যেন এক রকম লড়াই চলছে। সেই কথা ভেবেই উদ্যোগ। আর যাতে হাতি র সংখ্যা দুর্ঘটনায় না কমে তারই কামনা করা হল। সাথে মাহুত, পাতাওয়ালাদের ও রাখি পড়ানো হল। উপস্থিত ছিলেন অনেক পরিবেশপ্রেমী, বন দপ্তরের কর্মী ও আধিকারিকেরা।
Geetashree Mukherjee