সোমবার বিকেলে আমবাড়ি-ফালাকাটা ফাঁড়ির পুলিশের কাছে খবর আসে, একটি বড় ট্রেলারের চোরা কুঠুরিতে লুকিয়ে পাচার হচ্ছে গাঁজা। গোপন সূত্রে এই খবর পেয়েই আমবাড়ি ক্যানেল রোডে নাকা চেকিং শুরু করে পুলিশ। এরপর নির্দিষ্ট নম্বরের ট্রেলারটি আসতেই চিরুনি তল্লাশি শুরু করেন পুলিশ কর্মীরা। শেষ পর্যন্ত ট্রেলারের নিচের দিকে এক গোপন কুঠুরি থেকে উদ্ধার হয় প্রায় ২২৪ কিলোগ্রাম গাঁজা!
advertisement
আরও পড়ুন: বাইক চুরি করতে এসে পুলিশের জালে যুবক! জেরা করতেই মিলল ৯ টি বাইকের সন্ধান
ওই ট্রেলারে গোপন কুঠুরিটা যেভাবে বানানো হয়েছিল তা দেখে কার্যত অবাক হয়ে গিয়েছেন কর্তব্যরত পুলিশকর্মীরা। জানা গিয়েছে উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য অন্তত ১৫ লক্ষ টাকা। পুলিশ গাঁজা পাচারের অভিযোগে ট্রেলারের চালক রঞ্জিত কুমারকে গ্রেফতার করেছে। ধৃতের বাড়ি বিহারে। এই ঘটনার তদন্ত শুরু করেছে আমবাড়ি ফাঁড়ির পুলিশ।
সুরজিৎ দে