পরিবারের ঐতিহ্যকে মেনেই এবারও ভট্টাচাৰ্য পরিবার করছেন কাত্যায়নী পুজো। যার সূচনা হলো ৩০ শে নভেম্বর। দূর্গা পুজোর মতোই ষষ্ঠী থেকে দশমী পূজিত হন দেবী কাত্যায়নী। আজ তার মহা অষ্টমী। তাতেই সকাল থেকে পূজো করতে,অঞ্জলি দিতে ব্যস্ত পরিবারের সকল সদস্যরা। এই পুজো দেখতে এলাকাবাসীর ভিড় চোখে পড়ার মতো। সেই এলাকায় দুর্গাপূজার মতোই মেতে উঠেছে এলাকাবাসীরা।
advertisement
আরও পড়ুনঃ ৫০০টি পরিবারের ভরসার সেতু ও রাস্তার দশা বেহাল! হুঁশ নেই প্রশাসনের
সকাল থেকেই পাড়ার বাসিন্দারা সহ অন্যান্য জায়গার মানুষ দেখতে এসেছেন এই পুজো। দূর্গা পুজোর মতোই একই নিয়ম এই পুজোয়। আজ মহাঅষ্টমী এরপর একইভাবে নবমী দশমী সবই দূর্গা পুজোর মতোই হবে। সেখানকার এক স্থানীয় বাসিন্দা জানান, আমরা এই পূজার অপেক্ষায় সারা বছর বসে থাকি। রায়কত পাড়ার ভট্টাচার্য বাড়ির এই পুজোর জন্য দূর্গা পুজোর পর থেকেই দিন গোনা শুরু হয়ে যায়। একটু অন্যরকম এই পুজোর পুরোটাই দুর্গাপূজার মতোই।
Surajit Dey