অন্যদিকে মাল মহকুমার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা পেন্দা মহঃ উচ্চ বিদ্যালয়ে বায়ুদূষণ প্রতিরোধ এবং জলবায়ুর পরিবর্তন সম্পর্কে নাট্যকলার মধ্য দিয়ে ছাত্র ছাত্রীদের পরিবেশ রক্ষা করার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে অবগত করা হয়। পরিবেশ ও জলবায়ুর পরিবর্তনের ফলে মানুষের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন রোগ দেখা দেয়। সেই সময়ে করণীয় পন্থা কী? এবং পরিবেশকে দূষণ মুক্ত রাখতে কী পন্থা অবলম্বন করতে হবে সে বিষয়ক সরকারি নির্দেশিকা মোতাবেক ছাত্র ছাত্রীদের মধ্যে সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতেই পরিবেশের উপরে বিশেষ নাটক প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।
advertisement
আরও পড়ুন : ব্যাঙ্ক থেকে ফেরার পথে ৮০ হাজার চুরি! পরপর ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক এলাকায়
আরও পড়ুন : ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক, ব্যর্থ পুরসভা! মিছিল করে প্রতিবাদ জানাল কংগ্রেস
প্রসঙ্গত, নাট্যগ্রুপের পরিচালক দিলীপ মণ্ডল বলেন, "পরিবেশ ও জলবায়ুর ওপরে ছাত্র ছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেই এই ধরণের নাটক জলপাইগুড়ি জেলার প্রত্যেকটি বিদ্যালয়েই করা হবে"।
সুরজিৎ দে