চা শ্রমিকদের চিতাবাঘ আক্রমণ করেছে জানতে পেরেই ঘটনাস্থলে ছুটে আসেন মাল বন্যপ্রাণ স্কোয়াডের রেঞ্জার দীপেন সুব্বা। ওই এলাকাটি জনবসতি পূর্ণ হওয়ায় ঘটনাস্থলে আসে মালবাজার থানার পুলিশও। চিতাবাঘ বেরোনোর খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ ভিড় করেন। ফলে প্রথম দিকে চিতাবাঘ ধরার কাজ করতে গিয়ে অসুবিধায় পড়তে হয় বনবিভাগের কর্মীদের। পরে বাগানটির একাংশে চারিদিক দিয়ে নেট লাগিয়ে চিতা বাঘটিকে আটক করার চেষ্টা শুরু করে। পরিস্থিতি মোকাবিলায় জলপাইগুড়ি থেকে আনা হয় ট্রাঙ্কুলাইজার টিম। যদিও চিতাবাঘটি লুকিয়ে থাকায় তাকে ট্রাঙ্কুলাইজ করার প্রচেষ্টা ব্যর্থ হয়।
advertisement
আরও পড়ুন: অনুব্রতর পরিচারকের অ্যাকাউন্টেও ১৫ লক্ষ! বড় পদক্ষেপ করল সিবিআই
আক্রমণকারী চিতাবাঘটিকে কব্জায় আনা প্রসঙ্গে প্রসঙ্গত মাল বন্যপ্রাণ শাখার রেঞ্জার বলেন, " সকালে চিতাবাঘ বেরোনোর খবর পেয়েই আমরা ঘটনাস্থলে আসি। তার আক্রমণে তিনজন আহত হয়েছে। ট্রাঙ্কুলাইজ করার চেষ্টা ব্যর্থ হওয়ায় এবার খাঁচা পেতে তাকে ধরার চেষ্টা করা হবে।"এদিকে চিতা বাঘের হানায় আক্রান্ত শ্রমিকদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তিনজনকেই ছেড়ে দেওয়া হয়েছে। হঠাৎ এলাকায় চিতাবাঘ হানা দেওয়ায় আতঙ্কে ভুগছেন গ্রামবাসীরা
সুরজিৎ দে