হোম /খবর /দক্ষিণবঙ্গ /
অনুব্রতর পরিচারকের অ্যাকাউন্টেও ১৫ লক্ষ! বড় পদক্ষেপ করল সিবিআই

Anubrata Mondal: অনুব্রতর পরিচারকের অ্যাকাউন্টেও ১৫ লক্ষ! বড় পদক্ষেপ করল সিবিআই

অনুব্রতর পরিচারকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ৷

অনুব্রতর পরিচারকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ৷

গরু পাচার মামলার তদন্তে নেমে ইতিমধ্যেই সিউড়ির এই সমবায় ব্যাঙ্কে তিনশোর বেশি ভুয়ো অ্যাকাউন্টের খোঁজ পেয়েছে সিবিআই৷

  • Share this:

কলকাতা: অনুব্রত মণ্ডলের পরিচারকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল সিবিআই৷ গরু পাচার মামলার তদন্তে নেমে বীরভূমের সিউড়ি সমবায় ব্যাঙ্কে তিনশোর বেশি ভুয়ো অ্যাকাউন্টের খোঁজ পেয়েছিল সিবিআই। এই অ্যাকাউন্টটিও ছিল ওই সমবায় ব্যাঙ্কেই।

অনুব্রত মণ্ডলের এই পরিচারকের নাম বিজয় রজক। সিবিআই সূত্রে খবর, অনুব্রতর পরিচারক হিসেবে মাসে মাত্র কয়েক হাজার টাকা আয় হলেও ওই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়েছে। এমন কি, এখনও ওই অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা রয়েছে৷ ওই অ্যাকাউন্ট থেকে যাতে কোনও টাকা তোলা না যায় বা অন্যত্র সরানো না যায়, বীরভূমের সিউড়ির সমবায় ব্যাঙ্ক কর্তৃপক্ষকে সেই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

আরও পড়ুন: এ কী অবস্থা অনুব্রত মণ্ডলের! হাসপাতালে নিয়ে যেতেই জানা গেল মারাত্মক তথ্য, এতটা কমলো!

গরু পাচার মামলার তদন্তে নেমে ইতিমধ্যেই সিউড়ির এই সমবায় ব্যাঙ্কে তিনশোর বেশি ভুয়ো অ্যাকাউন্টের খোঁজ পেয়েছে সিবিআই৷ এই অ্যাকাউন্টগুলি যাঁদের নামে রয়েছে, তাঁদের অধিকাংশের অজান্তেই সেগুলি খোলা হয়েছিল৷ অধিকাংশ ক্ষেত্রেই আধার কার্ডের তথ্য এবং ভুয়ো সই ব্যবহার করে অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে অভিযোগ৷ তদন্তকারীদের দাবি, গরু পাচারের কালো টাকা সাদা করতেই এই অ্যাকাউন্টগুলিকে ব্যবহার করা হয়েছে৷ বীরভূমের বিভিন্ন গ্রামে গিয়ে যাঁদের নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে, তাঁদের সঙ্গে কথাও বলেছেন সিবিআই আধিকারিকরা৷

সিবিআই সূত্রে আগেই দাবি করা হয়েছিল, অনুব্রতর পরিচারক, নিরাপত্তারক্ষী, আত্মীয়স্বজনদের নামেও বিপুল সম্পত্তির খোঁজ মিলেছে৷ বিজয় রজক নামে অনুব্রতর পরিচারকের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকার হদিশ সেই অভিযোগেরই প্রমাণ বলে দাবি করছেন সিবিআই কর্তারা৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Anubrata Mondal, Birbhum, CBI, Cow Smuggling Case