আরও পড়ুন: তীব্র গরমে অস্থির ডুয়ার্স শান্তির খোঁজে ভিড় করছে ঠান্ডা পানীয়র দোকানে
ধূপগুড়ি, জলপাইগুড়ি রোড় এবং নিউ মাল জংশনকে অমৃত ভারত প্রকল্পে জায়গা দেওয়া হয়েছে। সম্প্রতি রেল মন্ত্রকের পক্ষ অমৃত ভারত প্রকল্পে কোন স্টেশনগুলি জায়গা পাচ্ছে তার একটি তালিকা প্রকাশ করা হয়। তাতেই জেলার এই তিন গুরুত্বপূর্ণ স্টেশনের নাম আছে। রেলের এই সিদ্ধান্তে খুশি জেলার মানুষ।
advertisement
রেল সূত্রে খবর, জলপাইগুড়ি জেলার এই তিনটি স্টেশন চত্বরকে আগামী দিনে আরও চওড়া করা হবে। অত্যাধুনিক ভিআইপি ওয়েটিং রুম, চওড়া ফুট ওভার ব্রিজ, যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ফুট ওভারব্রিজের দুই ধারে লিফটের ব্যবস্থাও করা হবে। ধূপগুড়ি স্টেশনের সৌন্দর্যায়নের কাজও করা হবে। শুধুমাত্র যাত্রী সুবিধাই নয়, এই প্রকল্পের অধীনে স্টেশন চত্বরে ব্যবসায়িক পরিকাঠামো গড়ে তুলবে রেল। অমৃত ভারত প্রকল্পের অন্তর্গত স্টেশনগুলিতে আগামী দিনে দূরপাল্লার বিভিন্ন ট্রেন দাঁড়ানোর সম্ভাবনাও আছে। এই প্রসঙ্গে উত্তর-পুর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনাল ম্যানেজার দিলীপ কুমার সিং জানান, ধূপগুড়ি স্টেশনকে অমৃত ভারত স্টেশন হিসেবে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু করা হয়ে গিয়েছে। খুব দ্রুত কাজ শুরু করা হবে। প্রায় ২০-২৫ কোটি টাকা ব্যয় করে জলপাইগুড়ি রোড স্টেশন ও ধূপগুড়ি স্টেশনকে অমৃত ভারত স্টেশন হিসেবে সাজিয়ে তোলা হবে। স্টেশনে প্রবেশ ও বাহির পথকে নবরূপে সাজিয়ে তোলা হবে। থাকবে লাইটিং, ফুট ওভারব্রিজ।
সুরজিৎ দে