ধৃতদের কাছ থেকে ধারাল অস্ত্র, রড সহ বেশ কিছু সামগ্রী পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ১২-১৩ জনের ওই দলটি গ্রামীণ সড়কের পাশের মাঠে জমায়েত হয়ে ডাকাতির ছক কষছিল। বিনয় শা এলাকাতেই একটি বাড়িতে ডাকাতির পরিকল্পনা ছিল তাদের। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশি অভিযানে তিনজন ধরা পড়লেও বাকিরা পালিয়ে যায়। উল্লেখ্য, কিছুদিন আগেই ঝুমুর এলাকায় এক ব্যবসায়ীর পরিবারের সকলকে অচৈতন্য করে লুটপাটের ঘটনা ঘটেছিল।
advertisement
আরও পড়ুনঃ জলপাইগুড়িতে জগদীন্দ্রদেবের ১৫৯তম ও সরোজেন্দ্রদেব রায়কতের ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন
ওই ঘটনার পর থেকেই পুলিশ ধূপগুড়ির শহরতলি ও সড়কগুলিতেও টহলদারি বাড়িয়েছে। জলপাইগুড়ি জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুজোর মুখে গোটা জেলাজুড়েই পুলিশের বাড়তি নজরদারি চলছে। প্রায়শই ওই এলাকায় দুষ্কৃতী তান্ডবের কথা জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, আগেও এই বাড়িতে প্রায়শই এই ধরণের চুরির ঘটনা ঘটেছে। বাড়ি ফাকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে অসামাজিক কাজকর্ম লেগেই থাকে।
আরও পড়ুনঃ এখনও মেলেনি দুর্গাপুজোর অনুদানের টাকা! শীঘ্রই দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ
পার্শ্ববর্তী এলাকাতেও এই দুষ্কৃতীর আগে দেখা পাওয়া গেছে বলে এলাকার মানুষ জানান। এলাকাবাসীরা বেশ কয়েকবার মারধরও করেছে তাদের। প্রসঙ্গত, আজ গ্রামের পথে তাদের আনাগোনার খবর সূত্র থেকে পেয়েই ছুটে যায় পুলিশ। এলাকার মানুষ পুলিশকে খবর দেন। পুলিশ এসে ওই তিন জনকে ধরে।এর পরবর্তীতে থানায় নিয়ে যাওয়া হয় তাদের। বারবার চুরির ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী তাদেরকে কঠোর শাস্তি দেবার দাবি জানান।
Geetashree Mukherjee