আরও পড়ুন: বাড়ির বর্জ্য থেকে সিমেন্ট তৈরির উপাদান প্রস্তুত করছে বালুরঘাট পুরসভা
জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর পঞ্চায়েতের উত্তর পাহাড়পুর দয়াজাদী প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা যথেষ্ট হলেও বাকি কোনও কিছুই প্রায় ঠিক নেই। একই ঘরে তিনটি শ্রেণির ক্লাস চলা ছাড়াও শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি নিয়েও সমস্যা আছে। অভিভাবকদের অভিযোগ, শিক্ষক-শিক্ষিকারা সঠিক সময়ে স্কুলে আসেন না। সকাল ১১:১৫ মিনিটে স্কুলে ঢোকা শিক্ষক অ্যাটেন্ডেন্স বুকে সই করছেন ১০:৪৫ মিনিট লিখে! সকাল ১১ টায় ক্লাস শুরু হলেও শিক্ষকরা হামেশাই শ্রেণিকক্ষে ঢোকেন ১১:২০ মিনিট নাগাদ। এই স্কুল নিয়ে গ্রামবাসীদের অভিযোগ ভুরি ভুরি।
advertisement
এই প্রসঙ্গে ওই প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক কেশবেশ রায় শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে হাজিরা নিয়ে সমস্যার কথা স্বীকার করে নেন। তিনি বলেন, প্রায়শই কোনও না কোনও শিক্ষক বা শিক্ষিকা দেরি করে স্কুলে আসেন। বিষয়টি নিয়ে ডিআই শ্যামলচন্দ্র রায়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, শিক্ষক-শিক্ষিকারা যেই সময় স্কুলে ঢুকবেন সেটাই অ্যাটেনডেন্সে বুকে লেখা উচিৎ। ওই স্কুলের বিষয়ে এসআইকে খোঁজখবর নিতে বলবেন বলে তিনি জানান।
সুরজিৎ দে