Dakshin Dinajpur News: বাড়ির বর্জ্য থেকে সিমেন্ট তৈরির উপাদান প্রস্তুত করছে বালুরঘাট পুরসভা

Last Updated:

বাড়িতে প্রতিদিন তৈরি হওয়া আবর্জনা ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে গিয়ে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে কঠিন বর্জ্য, পচনশীল বর্জ্য এবং অন্যান্য পদার্থ আলাদা করা হচ্ছে। কিছু পদার্থ সিমেন্ট তৈরির কাজেও ব্যবহৃত হচ্ছে।

+
title=

দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট পুরসভা আবর্জনা থেকে সার তৈরির কাজ শুরু করেছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে জৈব ও অজৈব আবর্জনা প্রথমে পৃথক করা হচ্ছে। পুরসভা সংলগ্ন ভাটপাড়া পঞ্চায়েতের কালাইবাড়ি লালমাটা এলাকার ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা পৃথকীকরণের এই কাজ চলছে।
দক্ষিণ দিনাজপুরের সদর শহর বালুরঘাটের বাসিন্দাদের বাড়িতে প্রতিদিন তৈরি হওয়া আবর্জনা ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে গিয়ে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে কঠিন বর্জ্য, পচনশীল বর্জ্য এবং অন্যান্য পদার্থ আলাদা করা হচ্ছে। যার ফলে এই পদ্ধতিতে মাটি, প্লাস্টিক আলাদা হয়ে যাচ্ছে৷ এমনকি কিছু পদার্থ সিমেন্ট তৈরির কাজেও ব্যবহৃত হচ্ছে। এই প্রক্রিয়ার মাধ্যমে যেমন নোংরা আবর্জনা থেকে বিভিন্ন পদার্থ আলাদা করা সম্ভব হচ্ছে, অন্যদিকে ডাম্পিং গ্রাউন্ডও অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে। ফলে সেখান থেকে অতীতের মত আর দুর্গন্ধ বের হচ্ছে না৷
advertisement
advertisement
এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ কীভাবে চলছে তা খতিয়ে দেখতে সম্প্রতি ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করেন জেলাশাসক বিজিন কৃষ্ণা। তাঁর সঙ্গে ছিলেন বালুরঘাটের পুরপ্রধান অশোক কুমার মিত্র, সুডার প্রতিনিধি, পুরসভার চেয়ারম্যান পারিষদ মহেশ পারেখ সহ অন্যান্যরা। এই ডাম্পিং গ্রাউন্ডে বর্জ্য পৃথকীকরণের জন্য দুটি মেশিন কাজ করছে। একটি বড় স্থায়ী মেশিন ও একটি পোর্টেবল ছোট মেশিন দিয়ে প্লাস্টিক এবং মাটি আলাদা করা হচ্ছে। এই কাজ দিল্লির একটি এজেন্সির মাধ্যমে করা হচ্ছে। অপচনশীল বর্জ্যের জন্য সিপি ইউনিট তৈরি করা হয়েছে। উল্লেখ্য, গত এক দশকে বালুরঘাট পুরসভার আয়তন অনেকটাই বেড়েছে। পাল্লা দিয়ে বেড়েছে জনসংখ্যা। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের বাড়িতে উৎপন্ন বর্জ্যের পরিমাণ‌ও দিনের পর দিন বেড়েই চলেছে। আর তাই সেই বর্জ্য নিয়ে এমন একটি বিস্তারিত পরিকল্পনার প্রয়োজন ছিল বলে মনে করছে বালুরঘাটবাসী।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Dakshin Dinajpur News: বাড়ির বর্জ্য থেকে সিমেন্ট তৈরির উপাদান প্রস্তুত করছে বালুরঘাট পুরসভা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement