জানা গিয়েছে, ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ১ নং গ্রাম পঞ্চায়েতের দেশ বন্ধু পাড়া এলাকার এক যুবক চারবছর আগে শিলিগুড়ির এক যুবতীকে বিয়ে করেন। যুবক দিনমজুরের কাজের পাশাপাশি ভ্যান চালিয়ে সংসার চালিয়ে যাচ্ছিলেন।
একদিকে বাড়িতে স্বামীর অনুপস্থিতিতে অন্য এক যুবকের সঙ্গে ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে স্ত্রীর। ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গভীর হয়ে উঠে। এইদিকে স্বামী বিষয়টি বুঝতে পারতেই দুইজনের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে,মাঝে মধ্যেই দুইজনের মধ্যে ঝামেলা লেগেই থাকত।
advertisement
আরও পড়ুন: শান্তনুর ফোনেই সব রহস্য, এবার বড় কিছু ঘটবে! শুভেন্দুর দাবিতে পাল্টা 'আপনি কোথায় থাকবেন'?
আরও পড়ুন: কলকাতার ৩ ক্যাফেতে ঘটেছে সেই বৈঠক, শান্তনুর সঙ্গে কোন নেতার? জেনে গেল ইডি
রবিবারেও তাদের মধ্যে ঝামেলা হয়। এরপর সোমবার সকালে বাপের বাড়ি চলে যাবে বলে স্বামী ও ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হয় স্ত্রী। এরপর আলিপুরদুয়ার যাওয়ার বাসে উঠে তিনজন। এদিকে বাস ছাড়ার মুহূর্তে বাস থেকে স্বামীকে নামিয়ে দেয় স্ত্রীর।
স্বামী বাস থেকে নেমে পড়তেই ছেলেকে নিয়ে চলে যায় স্ত্রী। এরপর থেকে তার খোঁজ করলেই কোন হদিশ পাওয়া যায়নি বলে ছেলের বাড়ির দাবি। পরবর্তী স্ত্রীর চলে যাওয়ার বিষয়ে ধূপগুড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন স্বামী। স্ত্রীর এইভাবে চলে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছে স্বামী। তিনদিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে স্ত্রীর অপেক্ষায় কেঁদেই চলছে স্বামী।
সুরজিৎ দে






