আরও পড়ুন: বিশ্বকর্মা পুজোয় আর উৎসব হয় না, নীল কারখানায় এখন শুধু অন্ধকার
দেব কারিগর বিশ্বকর্মার পুজোর দিন চা বাগান বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি শোরগোল ফেলে দিয়েছে। শ্রমিকদের অভিযোগ, বাগানের অফিসে আচমকাই লক আউটের নোটিশ টাঙিয়ে দেয় ম্যানেজার। এই বিষয়ে শ্রমিক পক্ষের সঙ্গে কোনরকম আলোচনা করা হয়নি। দুর্গাপুজোর আগে হঠাৎ কাজ হারিয়ে মাথায় আকাশ ভেঙে পড়েছে শ্রমিকদের। কী করে সংসার চালাবেন, কী করে খাবেন তার কোনও কিছুর ঠিক নেই। এছাড়াও এদিন বাগানের ম্যানেজারের বিরুদ্ধে একাধিপত্য, শ্রমিকদের হেনস্তা করা সহ বিভিন্ন অভিযোগ তুলেছে শ্রমিকরা।
advertisement
এদিকে চা বাগান বন্ধ হয়ে যাওয়ার পর রাতারাতি কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের সঙ্গে দেখা করতে ঘটনাস্থলে যান উত্তরবঙ্গে তৃণমূলের শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি তপন দে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই বাগানে এক ব্রিটিশ শাসন চলছে। এখানকার শ্রমিকদের মজুরি পযর্ন্ত ঠিকঠাক দেওয়া হয় না। বাগান খোলার আরজি নিয়ে মঙ্গলবারই তিনি ডেপুটি লেবার কমিশনে এবং আইটিপিএ-তে আবেদন করবেন বলে জানান।
সুরজিৎ দে