গত ১৯ জানুয়ারি মুখ্যমন্ত্রী চা সুন্দরী প্রকল্পের উদ্বোধন করেন। এরপর অত্যন্ত দ্রুততার সঙ্গে মানাবাড়ি সহ বিভিন্ন চা বাগানে গড়ে ওঠে দুটি ঘর, রান্নাঘর, ডাইনিং রুম ও বাথরুম নিয়ে কয়েকশ চা সুন্দরীর বাড়ি। এই প্রকল্পের অধীনে আরও বাড়ি তৈরির পরিকল্পনা আছে রাজ্যের।
আরও পড়ুন: নকল সোনার বাট গছিয়ে ৩৪ লক্ষ টাকা প্রতারণা, ধৃত ২
advertisement
উদ্বোধনের পর এক মাস পার হতে না হতেই গ্রাহকের হাতে ঘরের চাবি তুলে দেওয়া হল প্রশাসনের পক্ষ থেকে। ঘর পেয়ে বেজায় খুশি চা শ্রমিকরা। মানাবাড়ি চা বাগানের ৪৪ জন শ্রমিকের হাতে ঘরের চাবি তুলে দেওয়া হয়। উল্লেখ্য, ডুয়ার্সের এই মানাবাড়ি চা বাগান দীর্ঘদিন বন্ধ ছিল। গত দু'বছর হল নতুন মালিকের হাত ধরে নতুনভাবে পথ চলা শুরু করেছে। তবে এখানকার শ্রমিক বস্তিতে আবাসন, রাস্তা, পানীয়জল সহ অন্যান্য সমস্যা আছে। এই কারণে এই চা বাগানের উপর বিশেষ নজর রয়েছে রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরের মন্ত্রী বুলু চিক বরাইকের। ইতিমধ্যেই জলপ্রকল্পের কাজ করা হয়েছে। ২০৬ টি চা সুন্দরী প্রকল্পের ঘর তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। যার ৪৪ টি ঘরের কাজ শেষ হয়েছে। বাকি ঘরগুলিও দ্রুত তৈরি করা হবে। ৪৪ টি ঘরের চাবি তুলে দেওয়া হয়ে গিয়েছে। নতুন ছিমছাম ঘর পেয়ে বেজায় খুশি বাবুরাম ছেত্রি, শান্তা ছেত্রি, উকিল ওঁরাও সহ ৪৪ জন শ্রমিক।
সুরজিৎ দে





