South 24 Parganas News: নকল সোনার বাট গছিয়ে ৩৪ লক্ষ টাকা প্রতারণা, ধৃত ২
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
নকল সোনা বিক্রি করে পুলিশের হাতে ধরা পড়ল ভাঙড়ের দুই বাসিন্দা। একজনকে দিল্লি থেকে ও অপরজনকে ভাঙড়ের খড়গাছি এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ
দক্ষিণ ২৪ পরগনা: নকল সোনা বিক্রি করে ৩৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দিল্লি ও ভাঙড় থেকে দু'জনকে গ্রেফতার করল ভাঙড় থানার পুলিশ। নকল সোনার বাট সহ ৬ লক্ষ ৫০ হাজার টাকাও উদ্ধার করেছে পুলিশ।
ভাঙড়ের বড়ালি এলাকার একটি প্লাস্টিক কারখানার মালিক বিষ্ণু আগরওয়ালকে সোনার বাট বলে নকল জিনিস গছিয়ে দিয়ে ৩৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইজরায়েল মোল্লা ও তার সঙ্গী সাথীদের বিরুদ্ধে। ওই প্লাস্টিক কারখানার মালিক ধৃতদের কাছ থেকে সোনা কেনার পরই বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। এরপরই ভাঙড় থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু ততক্ষণে কলকাতা বিমানবন্দর হয়ে দিল্লিতে পালিয়ে গিয়ে গা ঢাকা দেয় মূল অভিযুক্ত ইজরায়েল মোল্লা। তদন্ত নেমে ভাঙড় থানার পুলিশ দিল্লি থেকে ইজরায়েল মোল্লাকে গ্রেফতার করে নিয়ে আসে। তাকে জিজ্ঞাসাবাদ করে শফিকুল মোল্লার খোঁজ পাওয়া যায়। তাকে খড়গাছি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
advertisement
advertisement
এদিকে ইজরায়েল ও শফিকুল ধরা পড়লেও এই ঘটনায় বাকি অভিযুক্ত কুতুবুদ্দিন মোল্লা, বাপ্পা মোল্লা সহ আরও বেশ কয়েকজন পলাতক। তাদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 10, 2023 5:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: নকল সোনার বাট গছিয়ে ৩৪ লক্ষ টাকা প্রতারণা, ধৃত ২

