এরই মধ্যে ক্রান্তিতে তিস্তায় ভেসে আসা মর্টার শেল বাড়িতে নিয়ে গিয়েছিল স্থানীয় ক’জন শিশু। রাতে সেটি আচমকাই বিস্ফোরণ হয়। তিস্তার অপর পাড়ে বারোপেটিয়া গ্রামপঞ্চায়েত এলাকার বাসিন্দা এক আদিবাসী পরিবারের বাড়িতে মজুদ রয়েছে একটি মর্টার শেল। ক্রান্তির ঘটনা সামনে আসায় উদ্বেগে ওই আদিবাসী পরিবারের সদস্যরা। তারা চায় যত তাড়াতাড়ি এই জিনিস পুলিশ নিয়ে যায় তত ভাল।
advertisement
আরও পড়ুন: পাউরুটির গায়ে কেন ছোট ছোট ছিদ্র থাকে জানেন? কারণটা কিন্তু ইস্ট নয়! জানলে অবাক হয়ে যাবেন
একইভাবে সেনাবাহিনীতে ব্যবহার্য যন্ত্রাংশ তিস্তা থেকে কুড়িয়ে এনেছিল গ্রামের শিশুরা। ভেবেছিল, সেটিকে ভেঙে দস্তা বার করে বিক্রি করবে। কিন্তু ক্রান্তির ঘটনা সামনে আসতেই আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামবাসীরা। এর পাশাপাশি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের চৌরঙ্গী এলাকাতেও মিলেছে বেশ কিছু সামগ্রী।
সর্দার পাড়ার বাসিন্দা আদিবাসী পরিবারের সদস্য শ্যামল ওরাও বলেন, “নদীতে কাঠ সংগ্রহ করতে গিয়ে শেল পেয়েছিল। বাড়িতে নিয়ে রেখেছিল। ক্রান্তিতে এক বাড়িতে বিস্ফোরণ ঘটায় আমরা খুব আতঙ্কিত। পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ এসে ছবি তুলে নিয়ে গেছে। আমরা চাই তাড়াতাড়ি নিয়ে যাক।” বসুনিয়া পাড়ার বাসিন্দা সৌদিপ রায়ও একই কথা জানান।
এ বিষয়ে সাংসদ ড. জয়ন্ত কুমার রায় বলেন, ”মানুষকে সচেতন হতে হবে। কোনও জিনিস যদি নদীতে ভেসে আসে তাহলে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। একটা ভুলেই হতে পারে বড় বিপদ।”
সুরজিৎ দে