General Knowledge Story: পাউরুটির গায়ে কেন ছোট ছোট ছিদ্র থাকে জানেন? কারণটা কিন্তু ইস্ট নয়! জানলে অবাক হয়ে যাবেন
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
General Knowledge Story: সত্যিটা জানলে কিন্তু অবাক হবেন অনেকেই। আসলে, ইস্ট থেকে ব্রেডের গায়ে এই ধরনের ছিদ্র তৈরি হয় না, তা হয় তৈরি করার পদ্ধতির জন্য, আরও স্পষ্ট করে বললে কীভাবে আটা বা ময়দা মাখা হয়েছে, তার উপরে ব্যাপারটা নির্ভর করে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এবার, প্রস্তুতকারী চাইলে কিন্তু এই ছিদ্রের সংখ্যা কমিয়ে আনতে পারেন। কীভাবে? খুবই সহজ ব্যাপারটা- তিনি যত জোর দিয়ে আটা বা ময়দা মাখবেন, তত বেশি করে এয়ার বাবলগুলো ফেটে যাবে, ফলে, বেক করার পরে ব্রেডের গা হবে তুলনামূলক ভাবে মসৃণ। কারখানায় এই আটা বা ময়দা মাখার কাজ করা হয় ব্লেন্ডিং বা ফুড প্রসেসর মেশিনে, সেখানে চাপ কম পড়ে, তাই এয়ার বাবল বেশি তৈরি হয়, ব্রেডের গা হয় ফুটোয় ভরা।