বিভিন্ন সময় অত্যাধুনিক সরঞ্জাম সহ প্রশিক্ষিত ডুবুরি না মেলায় বাধা আসে উদ্ধার কার্যে। জরুরি সময় উদ্ধার না হওয়ায় অনেক ক্ষেত্রে ডোবার ঘটনা আরো বীভৎস হয়ে যায়। এই সব দিক গুলো বিবেচনা করেই, জেলার অতিরিক্ত জেলা শাসক অস্বীনি কুমার রায়ের উপস্থিতে রাজবাড়ী দীঘিতে জলে ডোবার মতো দুর্ঘটনার হাত থেকে দ্রুত কি ভাবে উদ্ধার কার্য করতে হবে সেই নিয়েই মহড়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ ধানের বিচন প্রস্তুত, জলের অভাবে রোপণ করতে পারছেন না চাষিরা
এই প্রসঙ্গে অতিরিক্ত জেলা শাসক জানান, এই মুহূর্তে চার জনের একটি দল কলকাতা থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে, এবং আরো নতুন কিছু সিভিল ডিফেন্স সদস্যদের প্রশিক্ষণ দিয়ে জেলা জুড়ে জলে ঘটা দুর্ঘটনায় দ্রুত উদ্ধার কার্য চালাবার জন্য একটি বিশেষ দল গঠন করা হবে।
advertisement
Geetashree Mukherjee
Location :
First Published :
August 02, 2022 4:25 PM IST