সরস্বতী পুজোর আগে এমনই দৃশ্য দেখা যাচ্ছে জলপাইগুড়িতে। সেখানকার বাজারে ছেয়ে গিয়েছে বাঁশের তৈরি রেডিমেড মণ্ডপে। বিভিন্ন পুজো কমিটি ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা পুজো করার জন্য বাজার থেকে বাঁশের তৈরি রেডিমেড মণ্ডপ কিনতে শুরু করেছে।
জলপাইগুড়ির কদমতলা মোড়ের বাঁশ শিল্পীরা সরস্বতী পুজোর আগে বাঁশের তৈরি বিভিন্ন আকারের রেডিমেড মণ্ডপ তৈরি করে বিক্রি করছেন। তাতে সুবিধেই হচ্ছে ছোট ছোট পুজো উদ্যোক্তাদের।
advertisement
আরও পড়ুন: পথ দুর্ঘটনা নিয়ে সচেতন করতে এগিয়ে এল শিশুরা
লালকেল্লা মণ্ডপ বা কাল্পনিক থিম মণ্ডপ, সব পাওয়া যাচ্ছে। এই রেডিমেড মণ্ডপের দামও তেমন নয়। সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে দাম।
এক রেডিমেড মণ্ডপের কারিগর জানান, এই বছর মণ্ডপের চাহিদাটা অনেক বেশি। অনেকেই ডেকরেটর ডেকে খেটে মণ্ডপ তৈরি করতে চাইছে না। তাই রেডিমেড মণ্ডপের দিকে ঝুঁকছে মানুষ। মাটির সরস্বতী প্রতিমা কেনার চাহিদাও যথেষ্ট লক্ষ্য করা গিয়েছে জলপাইগুড়ি শহরে। সবমিলিয়ে এখনও দুটো দিন বাকি থাকলেও জমে উঠেছে জলপাইগুড়ির সরস্বতী পুজোর বাজার।
সুরজিৎ দে