Nadia News: পথ দুর্ঘটনা নিয়ে সচেতন করতে এগিয়ে এল শিশুরা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
বারবার সতর্ক করেও লাভ হচ্ছে না, বেড়েই চলেছে না পথদুর্ঘটনা। তাই সাধারণ মানুষকে সচেতন করতে শিশুদের সামনে নিয়ে এল পুলিশ
নদিয়া: দিনের পর দিন বেড়েই চলেছে পথ দুর্ঘটনা। নানান সরকারি প্রচেষ্টা সত্ত্বেও কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না পথ দুর্ঘটনা। বেপরোয়া গাড়ি চালানো, হেলমেট না পরে বাইক চালানো, সিট বেল্ট না বেঁধে গাড়ি চালানো, অসতর্ক ভাবে রাস্তা পারাপার এছাড়াও বিভিন্ন কারণে পথ দুর্ঘটনা ঘটে। আর সেই খবর উঠে আসে শিরোনামে। প্রশাসন একাধিকবার সতর্ক করা সত্ত্বেও হুঁশ ফিরছে না সাধারণ মানুষের। সেই কারণেই এবার পথ দুর্ঘটনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে একটু অন্যভাবে পদক্ষেপ নিল রানাঘাট পুলিশ জেলা। শিশুদের মাধ্যমে তারা তুলে ধরল সচেতনতার বার্তা।
রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে 'সেফ ড্রাই, সেভ লাইফ' নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রায় ৬০ জন স্কুল ছাত্র-ছাত্রী। মূলত শিশুদের মধ্যে সেফ ড্রাইভ, সেভ লাইফ ও পথ দুর্ঘটনা সম্পর্কে বার্তা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়। এছাড়াও ছোটদের থেকে যাতে বড়রা পথ নিরাপত্তার শিক্ষা পান সেই বিষয়টি নিশ্চিত করতেও রানাঘাট পুলিশ জেলা এই প্রতিযোগিতার আয়োজন করে।
advertisement
advertisement
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকেই পথ দুর্ঘটনা এবং সেফ ড্রাইভ, সেভ লাইফ সম্পর্কিত ছবি আঁকে। সেই ছবি নিয়ে পুলিশের পক্ষ থেকে প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। প্রদর্শনীর শেষে পুরস্কারের ব্যবস্থা আছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই পুলিশের এই মহান উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। তাঁরা মনে করছেন, পরবর্তী সময়ে কিছুটা হলেও সাধারণ মানুষের মধ্যে পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি পাবে।
advertisement
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাটের অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত, এসডিপিও প্রবীর মণ্ডল, রানাঘাট থানার আইসি সঞ্জীব সেনাপতি ছাড়াও একাধিক পুলিশ আধিকারিকেরা।
মৈনাক দেবনাথ
Location :
Kolkata,West Bengal
First Published :
January 24, 2023 4:07 PM IST