আরও পড়ুন: কেমন আছে ঝোড়হাট পঞ্চায়েতের মানুষ? ভোটের আগে নিউজ ১৮ লোকালের তত্ত্ব তল্লাশ
এই বছর তীব্র গরম পড়তেই জলপাইগুড়ির বিভিন্ন প্রান্তে তীব্র জলসঙ্কট দেখা দিয়েছে। একই পরিস্থিতি মেটেলি ব্লকের আইবিল চা বাগানের ডাঙ্গি ডিভিশনের। এখানে কুয়োর জল প্রায় শুকিয়ে গিয়েছে। এদিকে ট্যাপ কল থেকে জল পড়ে না। ফলে বাধ্য হয়ে চা বাগানের শ্রমিক পরিবারগুলি দূরের কুয়ো থেকে জল বয়ে আনছে। যদিও তা পর্যাপ্ত নয় বলে দাবি বাসিন্দাদের। এই পরিস্থিতিতে এলাকার পানীয় জলের সমস্যা দূর করার জন্য সরব হয়েছে চা বাগানের শ্রমিক পরিবারগুলি।
advertisement
এলাকার কিছু বাসিন্দা জানালেন, বাধ্য হয়ে তাঁরা যেসব কুয়োর জল খাচ্ছেন তা পরিশ্রুত নয়। কিন্তু প্রবল গরমে তৃষ্ণা মেটাতে কুয়োর নোংরা জলই পান করতে বাধ্য হচ্ছেন। এর ফলে এলাকায় জলবাহিত নানান রোগ লেগেই থাকে। এই পরিস্থিতিতে চা বাগানের ভিতর পৃথক জলাধার নির্মাণ করে ট্যাপ কলের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল দেওয়ার দাবি তোলা হয়েছে। যদিও এই নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
সুরজিৎ দে





