TRENDING:

Rare Fish: ভয়ঙ্কর! বাংলার নদী থেকে এ কী উঠল জালে! বিরল এই প্রাণী দেখে পায়ের তলার মাটি সরে যাবে

Last Updated:

বহু বছর পর লুপ্তপ্রায় মাছের সন্ধ্যান মিললো জলপাইগুড়ির করলা নদীতে।লুপ্তপ্রায় এই  মাছের নাম "চ্যাঁকা মাছ "। করলা নদীতে এই চ্যাঁকা মাছ লুপ্ত হয়ে গিয়েছে বললেই চলে  । শহর জলপাইগুড়ির মধ্যে দিয়ে বয়ে চলা করলা নদীতে দূষণের কারণে বহু মাছ লুপ্ত হয়ে গিয়েছে বলে অভিযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: বহু বছর পর লুপ্তপ্রায় মাছের সন্ধ্যান মিললো জলপাইগুড়ির করলা নদীতে। লুপ্তপ্রায় এই মাছের 'চ্যাঁকা মাছ'। করলা নদীতে এই চ্যাঁকা মাছ লুপ্ত হয়ে গিয়েছে বললেই চলে ।
advertisement

শহর জলপাইগুড়ির মধ্যে দিয়ে বয়ে চলা করলা নদীতে দূষণের কারণে বহু মাছ লুপ্ত হয়ে গিয়েছে বলে অভিযোগ। শহরের নোংরা আবর্জনায় করলা তার নিজের রূপ হারিয়েছে। প্রতিদিন সকালে তিস্তা চর সংলগ্ন এলাকার জেলেরা করলা নদীতে ফলি, শোল, ট্যাংরা  সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরে অর্থ উপার্জন করেন। শুক্রবার সকালে তাঁরা প্রতিদিনের মতো মাছ ধরতে আসেন করলা নদীতে । এ দিন তাঁদের জালে রকমারি মাছের মধ্যে সঙ্গে দেখা মিলল এই বিরল প্রজাতি মাছের ।

advertisement

আরও পড়ুন: ইলিশ তো খান চেটেপুটে, সবচেয়ে বড় ইলিশ কোথায় মিলেছিল জানেন? ওজন আর দামে আঁতকে উঠবেন

মাছটি দেখতে অনেকটা কুমিরের বাচ্চার মতো । বর্তমানে এই ধরনের মাছ খুব কম পাওয়া যায় করলা নদীতে । আগে নিয়মিত দেখা মিললেও  বর্তমানে করলা নদীতে দূষণের মাত্রা অনেকটাই বেশি, সেই কারণে এই মাছ আর দেখা যায় না বলে জানিয়েছেন মৎস্যজীবীরা ।বিগত কয়েক বছর পর একটি চ্যাঁকা মাছ উদ্ধার হওয়া দেখে খুশি পরিবেশপ্রেমীরা ।

advertisement

View More

এ বিষয়ে জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক রাজা রাউত বলেন, 'চ্যাঁকা মাছ কয়েক হাজার বছরের পুরনো মাছ হলেও অতীতে এই মাছ অনেকটাই বড় হত। করলা দূষণের কারণে মাছ ধীরে ধীরে ধ্বংসের পথে চলে আসে। কারণ এই মাছ যেখানে থাকবে সে সব জায়গা স্বচ্ছ জল দরকার, আবর্জনার মধ্যে এরা থাকতে পারে না। ছোট আকৃতির মাছ দেখেও খুব ভাল লাগলো।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরের মোয়া, তাও আবার সুগার ফ্রি! উইন্টার ডেলিকেসি এখন সবার নাগালে, কোথায় পাবেন? জানুন
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Rare Fish: ভয়ঙ্কর! বাংলার নদী থেকে এ কী উঠল জালে! বিরল এই প্রাণী দেখে পায়ের তলার মাটি সরে যাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল