TRENDING:

Bonsai Akhra: ৪০ বছরের সাধনার ফল! ডুয়ার্সের বুকে কানাইলালের 'বনসাই আখড়া', ঘুরে গিয়েছেন সমরেশ মজুমদারও

Last Updated:

Bonsai Akhra: খ্যাতনামা সাহিত্যিক সমরেশ মজুমদারও এই বনসাই আখড়া ঘুরে গিয়েছে। আফ্রিকার মাসাইমারার বাওবাব থেকে সুন্দরবনের সুন্দরী, দেশ-বিদেশের দুর্লভ গাছের ক্ষুদ্র রূপ একসঙ্গে ধরা দিয়েছে এই আখড়ায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দেঃ ডুয়ার্সের বুকে গড়ে উঠেছে এক অন্যরকম আখড়া। এই আখড়ায় পালোয়ানের লড়াই, কসরতের আওয়াজ নেই; বরং এখানে প্রাণ পায় প্রকৃতি আর শিল্পের নিঃশব্দ সংলাপ। প্রকৃতি আর শিল্পের মেলবন্ধনে ডুয়ার্সের বানারহাট ব্লকের গয়েরকাটায় তৈরি হয়েছে এই ‘বনসাই আখড়া’। একটি ঘর জুড়ে রয়েছে এটি।
advertisement

বাচিক শিল্পী কানাইলাল চ্যাটার্জির যত্নে গড়ে ওঠা এই ‘বনসাই আখড়া’ আজ প্রকৃতিপ্রেমী ও শিল্পানুরাগীদের কাছে এক অনন্য ঠিকানা। বড় গাছের ক্ষুদ্র রূপ বনসাই। এই শিল্পেই প্রায় চার দশক ধরে নিজেকে উৎসর্গ করেছেন কানাইলালবাবু। বর্তমানে তাঁর সংগ্রহে রয়েছে ৩০০-রও বেশি প্রজাতির বনসাই। আফ্রিকার মাসাইমারার বাওবাব থেকে সুন্দরবনের সুন্দরী, দেশ-বিদেশের দুর্লভ গাছের ক্ষুদ্র রূপ একসঙ্গে ধরা দিয়েছে এই আখড়ায়।

advertisement

আরও পড়ুনঃ ৩ লক্ষের বাথরুম ব্যবহার করতে পারছে না মানুষ! সোনারপুরের স্বাস্থ্য কেন্দ্রের ঝাঁ চকচকে শৌচালয় তালা বন্ধ, কারণ জানলে হাঁ হয়ে যাবেন

নিখুঁত হাতের কাজ আর শৈল্পিক ভাবনায় ৪০ বছরের একটি বটগাছ আজ মাত্র দু’ফুট উচ্চতায় টেবিলের উপর শোভা পাচ্ছে। বাড়ির উঠোন, ছাদ ও নানা কোণে তেঁতুল, খেজুর, বকুল, পাকুড় সহ নানা প্রজাতির বনসাই সাজানো। খ্যাতনামা সাহিত্যিক সমরেশ মজুমদারও এই বনসাই আখড়া ঘুরে গিয়েছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
সুস্বাদু কেকের সুবাসে ম-ম করছে গোটা শহর! বড়দিনে সেরা কেকের স্বাদ পেতে অবশ্যই আসতে হবে
আরও দেখুন

একটি বনসাই তৈরি করতে লাগে বছরের পর বছর ধৈর্য ও যত্ন ও ভালবাসা। সেই ভালোবাসা থেকেই কানাইলালবাবুকে টানা ৪০ বছর ধরে বেঁধে রেখেছে এই শিল্প। শখ থেকে শুরু হলেও আজ এই বনসাইয়ের ব্যবসায়িক চাহিদাও বাড়ছে দ্রুত। ইতিমধ্যেই শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে এখান থেকে বনসাই পাঠানো হয়েছে। কানাইলাল চ্যাটার্জির স্বপ্ন আরও বড়। আগামী দিনে এই সবুজ সম্ভার আরও বিস্তৃত করে প্রকৃতিকে মানুষের আরও কাছাকাছি এনে দেওয়াই তাঁর লক্ষ্য।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bonsai Akhra: ৪০ বছরের সাধনার ফল! ডুয়ার্সের বুকে কানাইলালের 'বনসাই আখড়া', ঘুরে গিয়েছেন সমরেশ মজুমদারও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল