Dooars 5 Best Picnic Spot: ডুয়ার্সের বেস্ট ৫ পিকনিক স্পট চিনে নিন, বড়দিনে পাহাড়-তড়াইয়ের অফবিট জায়গায় বাড়ছে পর্যটকের ভিড়

Last Updated:
Dooars 5 Best Picnic Spot: ডুয়ার্স মানেই ঘন সবুজ অরণ্য, পাহাড়ি নদী আর নির্জন প্রকৃতির টান। পরিচিত পর্যটন কেন্দ্রের পাশাপাশি এখন ডুয়ার্সে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে একাধিক অফবিট পিকনিক স্পট। শীতকাল ও বর্ষার পর এই এলাকাগুলিতে পর্যটকের ভিড় চোখে পড়ার মতো বেড়েছে।
1/5
*ডুয়ার্সের জনপ্রিয় পিকনিক স্পট ‘নকশাল’। মালবাজার মহকুমার নাগ্রাকাটার খুনিয়া মোড় থেকে চাপরামারি জঙ্গলের বুক চিরে ঝালং যাওয়ার পথে, ঝালং পৌঁছনোর অনেক আগেই অবস্থিত এই নকশাল পিকনিক স্পট। চারপাশে গভীর বনাঞ্চল ও খোলা প্রকৃতির পরিবেশে পরিবার ও বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য আদর্শ জায়গা হয়ে উঠেছে এটি।
*ডুয়ার্সের জনপ্রিয় পিকনিক স্পট ‘নকশাল’। মালবাজার মহকুমার নাগ্রাকাটার খুনিয়া মোড় থেকে চাপরামারি জঙ্গলের বুক চিরে ঝালং যাওয়ার পথে, ঝালং পৌঁছনোর অনেক আগেই অবস্থিত এই নকশাল পিকনিক স্পট। চারপাশে গভীর বনাঞ্চল ও খোলা প্রকৃতির পরিবেশে পরিবার ও বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য আদর্শ জায়গা হয়ে উঠেছে এটি।
advertisement
2/5
*ডায়না নদীর তীরবর্তী এলাকাতেও রয়েছে একাধিক সুন্দর পিকনিক স্পট। তাদের মধ্যে লাল ঝামেলা বস্তি অন্যতম। ভুটান সীমান্তের কাছাকাছি অবস্থিত এই স্থানটি চা বাগান ও শান্ত নদী পরিবেষ্টিত নিরিবিলি পরিবেশের জন্য পর্যটকদের আকর্ষণ করছে।
*ডায়না নদীর তীরবর্তী এলাকাতেও রয়েছে একাধিক সুন্দর পিকনিক স্পট। তাদের মধ্যে লাল ঝামেলা বস্তি অন্যতম। ভুটান সীমান্তের কাছাকাছি অবস্থিত এই স্থানটি চা বাগান ও শান্ত নদী পরিবেষ্টিত নিরিবিলি পরিবেশের জন্য পর্যটকদের আকর্ষণ করছে।
advertisement
3/5
*পর্যটকদের কাছে আরেক আকর্ষণ স্যামসিং ভিউ পয়েন্ট। সবুজ চা বাগান, পাহাড় ও মূর্তি নদীর অপূর্ব দৃশ্য উপভোগের পাশাপাশি এটি নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কের প্রবেশদ্বার হিসেবেও পরিচিত। শিলিগুড়ি থেকে প্রায় ৮২ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি সূর্যোদয় দেখার জন্য বিশেষভাবে জনপ্রিয়।
*পর্যটকদের কাছে আরেক আকর্ষণ স্যামসিং ভিউ পয়েন্ট। সবুজ চা বাগান, পাহাড় ও মূর্তি নদীর অপূর্ব দৃশ্য উপভোগের পাশাপাশি এটি নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কের প্রবেশদ্বার হিসেবেও পরিচিত। শিলিগুড়ি থেকে প্রায় ৮২ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি সূর্যোদয় দেখার জন্য বিশেষভাবে জনপ্রিয়।
advertisement
4/5
*ঝালং নদী বলতে মূলত জলঢাকা নদীকেই বোঝানো হয়, যা ভারত-ভুটান সীমান্তের শান্ত গ্রাম ঝালং-এর পাশ দিয়ে প্রবাহিত। জলঢাকা জলবিদ্যুৎ প্রকল্প, পাখি দেখা ও নদীঘেঁষা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই এলাকাও পর্যটকদের নতুন পছন্দের তালিকায় উঠে এসেছে।
*ঝালং নদী বলতে মূলত জলঢাকা নদীকেই বোঝানো হয়, যা ভারত-ভুটান সীমান্তের শান্ত গ্রাম ঝালং-এর পাশ দিয়ে প্রবাহিত। জলঢাকা জলবিদ্যুৎ প্রকল্প, পাখি দেখা ও নদীঘেঁষা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই এলাকাও পর্যটকদের নতুন পছন্দের তালিকায় উঠে এসেছে।
advertisement
5/5
*চামুর্চি ডায়না নদীর তীরে অবস্থিত ডুয়ার্সের এক কম পরিচিত হলেও মনোরম পর্যটন স্পট। পাশাপাশি মূর্তি, জলঢাকা ও রাইমাটং নদীর আশপাশেও রয়েছে একাধিক পিকনিক স্পট, যেখানে শান্ত পরিবেশ ও অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ পান পর্যটকরা।
*চামুর্চি ডায়না নদীর তীরে অবস্থিত ডুয়ার্সের এক কম পরিচিত হলেও মনোরম পর্যটন স্পট। পাশাপাশি মূর্তি, জলঢাকা ও রাইমাটং নদীর আশপাশেও রয়েছে একাধিক পিকনিক স্পট, যেখানে শান্ত পরিবেশ ও অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ পান পর্যটকরা।
advertisement
advertisement
advertisement