Dooars 5 Best Picnic Spot: ডুয়ার্সের বেস্ট ৫ পিকনিক স্পট চিনে নিন, বড়দিনে পাহাড়-তড়াইয়ের অফবিট জায়গায় বাড়ছে পর্যটকের ভিড়
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Dooars 5 Best Picnic Spot: ডুয়ার্স মানেই ঘন সবুজ অরণ্য, পাহাড়ি নদী আর নির্জন প্রকৃতির টান। পরিচিত পর্যটন কেন্দ্রের পাশাপাশি এখন ডুয়ার্সে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে একাধিক অফবিট পিকনিক স্পট। শীতকাল ও বর্ষার পর এই এলাকাগুলিতে পর্যটকের ভিড় চোখে পড়ার মতো বেড়েছে।
*ডুয়ার্সের জনপ্রিয় পিকনিক স্পট ‘নকশাল’। মালবাজার মহকুমার নাগ্রাকাটার খুনিয়া মোড় থেকে চাপরামারি জঙ্গলের বুক চিরে ঝালং যাওয়ার পথে, ঝালং পৌঁছনোর অনেক আগেই অবস্থিত এই নকশাল পিকনিক স্পট। চারপাশে গভীর বনাঞ্চল ও খোলা প্রকৃতির পরিবেশে পরিবার ও বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য আদর্শ জায়গা হয়ে উঠেছে এটি।
advertisement
advertisement
advertisement
advertisement







