আরও পড়ুনঃ হাঁটতে পারছে না ভাল করে! অসুস্থ হাতিকে বাঁচাতে তৎপর বনদফতর
আর তার খেলার মাধ্যমেই শুভ উদ্বোধন হবে। অনুরোধ রাখতে তিনি ব্যাট হাতে নিয়ে মাঠে নেমে পড়েন। এরপর ছয়টি বলে চারটি ওভার বাউন্ডারি এবং একটি বাউন্ডারি হাঁকান। দর্শকেরা বিধায়ককে করতালি দিয়ে খেলা হবে বলে উৎসাহিত করতে থাকেন। খগেশ্বর রায় বলেন ছেলে বেলায় খুব খেলতাম। সারাক্ষন খেলার জন্য বাড়িতে খুব বকুনি খেতাম। এখানে আসার পর উদ্যোক্তাদের আবদার ফেরাতে পারলাম না। ব্যাট হাতে নেমে পড়লাম। কয়েকটা ছক্কা হাঁকিয়ে দিলাম।
advertisement
Surajit Dey
Location :
First Published :
Dec 02, 2022 6:04 PM IST






