এরপর বাঁশ ঝাড়ের কাছে যেতেই চক্ষু চড়কগাছ! বড়সড় আকারের পাইথন একটি পাখি শিকার করেছে। তাই প্রাণ বাঁচাতে পাখিটিও চিতকার শুরু করছে।এরপর পাইথনটিকে ধাওয়া করতেই গ্রামবাসীদের তারা খেয়ে পাখিটিকে ফেলে বাঁশ ঝাড়ের উপরে উঠে যায় পাইথনটি।
আরও পড়ুন: নন্দীগ্রামে মাঝরাতে কে ইনি! টহলদারির সময় দেখল পুলিশ, মিলল একের পর এক জিনিস
advertisement
খবর চাউর হতেই পাইথন দেখতে ভিড় জমায় প্রচুর মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা। ঘটনাস্থলে আসেন অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরীও।এরপর প্রায় বন কর্মীদের আড়াই ঘন্টার চেষ্টায় পাইথনকে নিচে নামিয়ে এনে রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়।বন দফতরে সুত্রে খবর, পাইথনটির শারিরীক পরীক্ষার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
আরও পড়ুন: ১০০ দিনের কাজে ডিজিটাল পদক্ষেপ কেন্দ্রের, তাতেও আশা দেখছে না বঙ্গ বিজেপি!
স্থানীয় বাসিন্দারা জানান দূর থেকে দেখা যারছে পাখির ছটফট করছিল সেই দেখে তারা ছুটেআসে সামনে এসে দেখতে পায় বিশাল আকৃতির অজগর সাপ বাঁশ গাছের কিছুটা উঁচুতে ঝুলছে এই দেখে তারা হইচই শুরু হয়ে যায় এলাকার মধ্যে তাড়াতাড়ি একজন ব্যক্তি খবর দেয় বন দফতরের কর্মীদের। ঘটনাস্থলে বন দফতরে আসে এসে সাপটিকে নামিয়ে নিয়ে যায়।