TRENDING:

Jalpaiguri News:পাখি শিকার করতে এসে বিপাকে পাইথন ! বিষয়টি দেখলেই  চক্ষু চড়ক গাছ

Last Updated:

Jalpaiguri News: পাখি শিকার করতে এসে বিপাকে পাইথন! বিষয়টি দেখলেই চক্ষু চড়কগাছ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: পাখি শিকারে এসে বিপাকে পড়ল বিশালাকার পাইথন। গ্রামবাসীদের তাড়া খেয়ে উঠে গেলো বাঁশ ঝাড়ের মগডালে। নীচে নামাতে হিমসিম খেলো বনকর্মীরা। বিকেলে হুলুস্থুল কাণ্ড বেঁধে গেল জলপাইগুড়ির বানারহাট ব্লকের গয়েরকাটা চা বাগানে । এদিন দুপুরে একটি বাঁশ ঝাড় থেকে খুব জোড়ে পাখির ডাক শুনতে পান স্থানীয় বাসিন্দারা।
বিপাকে পাইথন
বিপাকে পাইথন
advertisement

এরপর বাঁশ ঝাড়ের কাছে যেতেই চক্ষু চড়কগাছ! বড়সড় আকারের পাইথন একটি পাখি শিকার করেছে। তাই প্রাণ বাঁচাতে পাখিটিও চিতকার শুরু করছে।এরপর পাইথনটিকে ধাওয়া করতেই গ্রামবাসীদের তারা খেয়ে পাখিটিকে ফেলে বাঁশ ঝাড়ের উপরে উঠে যায় পাইথনটি।

আরও পড়ুন: নন্দীগ্রামে মাঝরাতে কে ইনি! টহলদারির সময় দেখল পুলিশ, মিলল একের পর এক জিনিস

advertisement

খবর চাউর হতেই পাইথন দেখতে ভিড় জমায় প্রচুর মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা। ঘটনাস্থলে আসেন অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরীও।এরপর প্রায় বন কর্মীদের আড়াই ঘন্টার চেষ্টায় পাইথনকে নিচে নামিয়ে এনে রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়।বন দফতরে সুত্রে খবর, পাইথনটির শারিরীক পরীক্ষার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

advertisement

View More

আরও পড়ুন: ১০০ দিনের কাজে ডিজিটাল পদক্ষেপ কেন্দ্রের, তাতেও আশা দেখছে না বঙ্গ বিজেপি!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

স্থানীয় বাসিন্দারা জানান দূর থেকে দেখা যারছে পাখির ছটফট করছিল সেই দেখে তারা ছুটেআসে সামনে এসে দেখতে পায় বিশাল আকৃতির অজগর সাপ বাঁশ গাছের কিছুটা উঁচুতে ঝুলছে এই দেখে তারা হইচই শুরু হয়ে যায় এলাকার মধ্যে তাড়াতাড়ি একজন ব্যক্তি খবর দেয় বন দফতরের কর্মীদের। ঘটনাস্থলে বন দফতরে আসে এসে সাপটিকে নামিয়ে নিয়ে যায়।

advertisement

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News:পাখি শিকার করতে এসে বিপাকে পাইথন ! বিষয়টি দেখলেই  চক্ষু চড়ক গাছ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল