Bengal Bjp: ১০০ দিনের কাজে ডিজিটাল পদক্ষেপ কেন্দ্রের, তাতেও আশা দেখছে না বঙ্গ বিজেপি!

Last Updated:

Bengal Bjp: ১০০ দিনের কাজে বড় পদক্ষেপ কেন্দ্রের। ডিজিটাল পদ্ধতিতেও আশার আলো দেখছে না বঙ্গ বিজেপি। 

বিজেপির আশঙ্কা
বিজেপির আশঙ্কা
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা-  'কেন্দ্রের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি । কারণ কেন্দ্রীয় সরকারকেও কারোর কাছে জবাবদিহি করতে হয়। CAG রিপোর্টের পরিপ্রেক্ষিতে। ডিজিটাল মাধ্যমে দুর্নীতিকে বন্ধ করা যাবে না। কারণ তৃণমূল এই দুর্নীতিকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। বর্তমান সরকারের বিসর্জন না হলে এগুলো বন্ধ করা সম্ভব নয়'। বলছে পদ্ম শিবিরের নেতা শমীক ভট্টাচার্য। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য এও বলেন,' আমরা প্রতিদিনই বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলছি। কেন্দ্রকে নালিশ জানাচ্ছি। কেন্দ্র প্রয়োজনীয় ব্যবস্থাও নিচ্ছে। কিন্তু তারপরও যদি রাজ্য সরকার তথা শাসক দল দুর্নীতিকেই প্রশ্রয় দেয় তাহলে কিভাবে ঠেকানো সম্ভব দুর্নীতি কিম্বা বেনিয়ম? তাই একমাত্র বিকল্প হচ্ছে সরকারের পরিবর্তন ঘটিয়ে বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করা'।
অভিযোগ ছিল ভুরিভুরি। এবার তাই কড়া কেন্দ্রীয় সরকার। নতুন বছরে একশো দিনের কাজে বড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক।এবার থেকে মনরেগা প্রকল্পে শ্রমিক-সহ অন্যান্য কর্মীদের হাজিরা নেওয়া হবে ডিজিটাল পদ্ধতিতে। একটি মোবাইল অ্যাপের মাধ্যমে এই হাজিরা নেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। গত ২৩ ডিসেম্বর এই বিষয়ে নির্দেশিকাও জারি করা হয়েছে। একশো দিনের কাজে ডিজিটাল পদ্ধতিতে হাজিরা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় অনেক আগেই।
advertisement
advertisement
পরীক্ষামূলক ভাবে ডিজিটাল হাজিরা নেওয়া চালু হয় গত মে মাসে। নতুন বছরের প্রথম দিন, অর্থাৎ ১ জানুয়ারি থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে একশো দিনের কাজে হাজিরা নেওয়ার কাজ শুরু হবে। কোন কাজে যুক্ত, ছুটির সময় কী, কাজের জায়গার লোকেশন-সহ সংশ্লিষ্ট কর্মীর ছবি যুক্ত করা হবে এই মোবাইল অ্যাপে। এই কাজের দায়িত্ব দেওয়া হবে একশো দিনের কাজে যুক্ত সুপারভাইজারদের। মনরেগা প্রকল্প নিয়ে বিভিন্ন রাজ্য থেকেই দফায় দফায় দুর্নীতির অভিযোগ এসেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে।
advertisement
এরাজ্যেও এই প্রকল্পে দুর্নীতি-সহ টাকা নয়ছয়ের অভিযোগ তুলেছেন বিজেপি নেতারা। তবে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার এ ব্যাপারে যথেষ্ট কড়া। সমস্ত অভিযোগের প্রেক্ষিতে রাজ্য পদক্ষেপ করেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal Bjp: ১০০ দিনের কাজে ডিজিটাল পদক্ষেপ কেন্দ্রের, তাতেও আশা দেখছে না বঙ্গ বিজেপি!
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement