TRENDING:

Netaji Boys School: পুরোনো ছন্দে ফিরল স্কুল, শিলিগুড়িতে খুশি শিক্ষক-পড়ুয়া সহ অভিভাবকরা

Last Updated:

শিলিগুড়ির নেতাজি উচ্চতর বালক বিদ্যালয়েও একই চিত্র ধরা পড়ল। স্কুলের সেই পুরোনো ইউনিফর্মে এক ঝাঁক পড়ুয়াদের দল। এদিকে ক্লাসরুম ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি পড়ুয়ারা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: প্রায় ২ বছর যাবৎ করোনা আবহে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকার পর, অবশেষে সরকারি গাইডলাইন মেনে বুধবার থেকে সমস্ত স্তরের সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির খোলার কথা ঘোষণা করে রাজ্য শিক্ষা দফতর। সেই মোতাবেক এদিন সকাল থেকে প্রতিটি প্রাইমারি স্কুল তথা আপার প্রাইমারি স্কুলগুলোতে ছিল একেবারেই সাজো সাজো রব জেলাজুড়ে। এদিন শিলিগুড়ির নেতাজি উচ্চতর বালক বিদ্যালয়েও একই চিত্র ধরা পড়ল। স্কুলের সেই পুরোনো ইউনিফর্মে এক ঝাঁক পড়ুয়াদের দল। এদিকে ক্লাসরুম ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি পড়ুয়া থেকে অভিভাবকেরা।
advertisement

এদিন এক অভিভাবক তো অভিযোগের সুরেই বলে ফেললেন, "এতদিন স্কুল বন্ধের কোনও কারণই ছিল না। সিনেমা হল থেকে শুরু করে শপিং মল সবটাই যখন খুলে গিয়েছিল, তখন শুধু স্কুলগুলিই বন্ধ ছিল। কারণ এখনও পর্যন্ত আমরা বুঝতে পারলাম না।" তিনি আরও বলেন, "আমার ছেলে পঞ্চম শ্রেণির ছাত্র। কাল থেকে যথেষ্ট খুশি। কারণ ওর জন্য নতুন স্কুল। আর আজ নতুন ক্লাস। সরকারের এই পদক্ষেপে খুবই খুশি আমি একজন অভিভাবক হিসেবে।"

advertisement

ষষ্ঠ শ্রেণির আরেক ছাত্রের বাবা বলেন, "সব ছাত্রদের থার্মাল স্ক্যানিং করে, হাতে স্যানিটাইজার দিয়ে স্কুলে ঢোকানো হচ্ছে। এমনকি যাদের মাস্ক ময়লা বা নোংরা, তাদের নতুন মাস্কও দেওয়া হচ্ছে। স্কুল কর্তৃপক্ষের তরফে এমন আয়োজনে একজন বাবা হিসেবে আমি খুশি।"

নেতাজি উচ্চতর বালক বিদ্যালয় প্রধান শিক্ষক রাজীব ঘোষ News 18 Local-কে বলেন, "একজন শিক্ষক হিসেবে শুধু আমার স্কুল বলে নয়; আজ রাজ্যের প্রত্যেকটি স্কুল প্রাণ ফিরে পেল। আগে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস চলাকালীন স্কুলগুলি অর্ধ জীবন পেলেও, আজ থেকে সমস্ত স্কুলগুলো পূর্ণ প্রাণে প্রাণোচ্ছ্বল হয়ে উঠেছে। এদিন ৫০ শতাংশের অধিক উপস্থিতির হার। তবে লক্ষ্য করার জায়গা হল বহু ছাত্ররা আজ ইউনিফর্মেও আসেনি। জিজ্ঞেস করা হলে তারা উত্তর দেয়, কারোর প্যান্ট ছোটো হয়েছে, কারোর শার্ট টাইট হয়ে গেছে। কিন্তু তারা ক্লাস করতে এসেছে। এই স্পিরিটটাকে সম্মান জানিয়ে আমরা ওদের অনুমতি দিই সেইসঙ্গে এটাও বলি যেন তারা জলদি ইউনিফর্মটা রেডি করে নেয়।"

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! Kali Puja 2025: আলোর উৎসবে শক্তির আরাধনা!
আরও দেখুন

তবে যাদের আর্থিক অবস্থা ততটা সচ্ছল নয়, তারা কি করবে প্রশ্ন করা হলে হেডমাস্টার মশাইয়ের জবাব, "আমরা আছি তো। ওরা আমাদের সন্তান। আর সন্তান তার সমস্যার কথা আমাদের জানাবে এটাই প্রত্যাশিত। তবে হ্যাঁ, এখনও তেমন কোনও পরিস্থিতি আসেনি আমার কাছে। এলে অবশ্যই সুরাহা হবে।"

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Netaji Boys School: পুরোনো ছন্দে ফিরল স্কুল, শিলিগুড়িতে খুশি শিক্ষক-পড়ুয়া সহ অভিভাবকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল