ঘটনার যেরে ঘটনাস্থলে মৃত্যু হয় দুইজনের। একজনের অবস্থা আশঙ্কাজনক হয় তাকে উদ্ধার করে প্রথমে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে এবং পরবর্তীতে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেও পরিস্থিতি বেগতিক দেখে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
আরও পড়ুন ঃ সিকিম পাহাড়ে তুমুল বৃষ্টি, জলস্তর বেড়ে ফুঁসছে তিস্তা, জারি হলুদ সতর্কতা
advertisement
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ। জানা যায় মৃত দম্পতির নাম কৃষ্ণা ওরাও (২৬) ও নীলা ওরাও (২২)। নীলা ওরাও অন্তঃসত্ত্বা হওয়ায় তাকে ডাক্তার দেখাতে ডাক্তার দেখাতে আসেন। শুক্রবার ময়নাগুড়ি থেকে ডাক্তার দেখানোর পর বাইকে করে বাড়ি ফিরছিলেন।
সে সময় রামশাই থেকে পানবাড়ি বাজারের দিকে তপন রায় নামে অফিস পাড়ার যুবক ফিরছিলেন। সেই সময় ঘটে এই দুর্ঘটনা। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলে মৃত্যু হয় সেই দম্পতির। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।
সুরজিৎ দে