Jalpaiguri News: সিকিম পাহাড়ে তুমুল বৃষ্টি, জলস্তর বেড়ে ফুঁসছে তিস্তা, জারি হলুদ সতর্কতা
- Reported by:SUROJIT DEY
- news18 bangla
Last Updated:
তিস্তার অসংরক্ষিত এলাকা দোমহনী থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত এলাকায় হলুদ সতর্কতা জারি করল জলপাইগুড়ি সেচ দফতর।
জলপাইগুড়ি: সিকিম পাহাড়ে চলছে তুমুল বৃষ্টি! ইতিমধ্যেই তিস্তা নদীর জলস্তর বাড়তে শুরু করেছে । তিস্তার অসংরক্ষিত এলাকা দোমহনী থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত এলাকায় হলুদ সতর্কতা জারি করল জলপাইগুড়ি সেচ দফতর।
জলপাইগুড়ির সেচ দফতরে অবস্থিত নর্থ বেঙ্গল ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, তিস্তা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার সঙ্গেই শুক্রবার সকালে ওদলাবাড়িতে অবস্থিত তিস্তা ব্যারেজ থেকে প্রথমে জল ছাড়া হয় ২৬৪৭.৬৩ কিউসেক । পরবর্তিতে ব্যারেজের জল ধারণ ক্ষমতার উর্ধ্বে জলস্তর পৌঁছে যাওয়ায় বেলা ১২ টা নাগাদ ফের জল ছাড়া হয়েছে যার পরিমান ৩১৭৩.৭৪ কিউসেক।
advertisement
advertisement
দফায় দফায় তিস্তা ব্যারাজ থেকে জল ছাড়ার ফলে তিস্তা নদীর পার্শ্ববর্তী এলাকায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। নর্থ বেঙ্গল ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে জানা গিয়েছে, পাহাড়ে অবিরাম বৃষ্টি এবং তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ায় জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার অন্তর্গত দোমোহনি থেকে হলদিবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় নদীর জলস্তর আরও বৃদ্ধি পাবে। জলস্তর আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
সুরজিৎ দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 16, 2023 5:49 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: সিকিম পাহাড়ে তুমুল বৃষ্টি, জলস্তর বেড়ে ফুঁসছে তিস্তা, জারি হলুদ সতর্কতা