আরও পড়ুন: নাটকের দল তৈরি করল বৃদ্ধাশ্রম, বার্ধক্যের চিকিৎসায় থিয়েটার থেরাপির প্রয়োগ
স্থানীয় বাসিন্দাদের দাবি, জলপাইগুড়ির এই রাস্তায় মাত্র ৭ দিন আগে পিচ ঢালা হয়েছে। কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই রাস্তার উপরের পিচের আস্তরণ উঠে যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করার কারণেই এমন পরিণতি।
advertisement
গেদিপাড়ায় গিয়ে দেখা গেল, ইতিমধ্যেই নতুন তৈরি রাস্তার বহু জায়গায় পিচের আস্তরণ উঠে গিয়েছে। নিচ থেকে বেড়িয়ে আসছে ধুলো। এই ঘটনার প্রতিবাদে এলাকাবাসী রাস্তা আটকে বিক্ষোভ দেখায়। সূত্রের খবর, জেলা পরিষদ নতুন করে এই রাস্তাটি তৈরি করছে। স্থানীয়দের কথায়, রাস্তা তৈরির বরাতপ্রাপ্ত ঠিকাদার বাজে সামগ্রী দিয়ে কাজ করাতেই এই বেহাল অবস্থা। তাঁরা সুপারভাইজারকে ঘিরে ধরেন বিক্ষোভ দেখান। এই পরিস্থিতিতে এলাকার মানুষ আবার নতুন করে রাস্তা তৈরি দাবী তুলেছেন। এই প্রসঙ্গে জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ্য নুরজাহান বেগমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি ফোন তোলেননি।
সুরজিৎ দে