TRENDING:

Jalpaiguri News: ব্রিটিশদের তৈরি জলপাইগুড়ির সেন্ট মাইকেল অ্যান্ড অ্যাঞ্জেল চার্চের আজ ভগ্নদশা

Last Updated:

১৮০০ সালের সরঞ্জাম এখনও রয়ে গিয়েছে জলপাইগুড়ি শহরের সেন্ট মাইকেল অ্যান্ড অ্যাঞ্জেল চার্চে। সেখানে এখনও ঝুলছে সেই সময়কার ঘন্টা আর সেই জানলার কাঁচ। ইংরেজদের আনা জিনিসপত্র আজও একই ভাবে রয়েছে। কয়েক শো কেজি ওজনের ঘন্টা ও বেলজিয়াম কাঁচ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়ি : ১৮০০ সালের সরঞ্জাম এখনও রয়ে গিয়েছে জলপাইগুড়ি শহরের সেন্ট মাইকেল অ্যান্ড অ্যাঞ্জেল চার্চে। সেখানে এখনও ঝুলছে সেই সময়কার ঘন্টা আর সেই জানলার কাঁচ। ইংরেজদের আনা জিনিসপত্র আজও একই ভাবে রয়েছে। কয়েক শো কেজি ওজনের ঘন্টা ও বেলজিয়াম কাঁচ। সামনেই ২৫ শে ডিসেম্বর, যিশুর খ্রীষ্টের জন্মদিন। সারা পৃথিবী জুড়ে পালিত হয় বড়দিন হিসেবে। সেই বড়োদিন উপলক্ষ্যে ধীরে ধীরে সেজে উঠছে শহরের প্রাচীনতম এই চার্চ। দেড়শো বছরেরও বেশি পুরনো জলপাইগুড়ির সবচেয়ে পুরনো চার্চ গুলোর মধ্যে সেন্ট মাইকেল অ্যান্ড অ্যাঞ্জেল চার্চ অন্যতম।
advertisement

সেই চার্চে অনেক জিনিসই রয়েছে যা ইংরেজ আমলের। আর মাত্র কয়েক দিন বাকি রয়েছে বড় দিন পঁচিশে ডিসেম্বর। সেই দিনকে সামনে রেখে নতুন ভাবে সেজে উঠবে এই চার্চটি। জলপাইগুড়ির সবচেয়ে পুরোনো এই চার্চটির বয়স প্রায় ১৫৩ বছর। এখানকার ঘন্টা এবং বেলজিয়াম কাঁচের জানালাটিও কয়েক শো বছরের পুরনো। এখন বড় দিন উপলক্ষে সাজানো হচ্ছে চার্জটিকে। সময় বয়ে চলছে কিন্তু উন্নত হচ্ছে না চার্চটি। ভগ্নদশা অবস্থা হয়ে রয়েছে।

advertisement

আরও পড়ুনঃ বিলুপ্তির পথে গিয়েও কোনওমতে টিকে রয়েছে ঐতিহ্যবাহী বেতের আসবাব

তবে যিশুখ্রিস্টের জন্মদিনের কয়েকদিন আগে থেকেই চার্চটিকে নিজেদের অর্থ খরচ করে সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছেন কতৃপক্ষ। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য, সরকার এ বিষয়ে কোনও নজর দিচ্ছে না। যদি একটু নজর দেয় তাহলে ভালো হয়। সম্পাদক ভোলা মন্ডল জানান, বহু পুরনো চার্চ এটি। এটি হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়েছিল জলপাইগুড়ির পৌরসভার পক্ষ থেকে।

advertisement

View More

আরও পড়ুনঃ ডুয়ার্সে হাতির হামলা চলছেই! দাঁতালের আক্রমণে মৃত দুই

কিন্তু সময়ের সঙ্গে বেহাল দশা হয়ে পড়ে রয়েছে। এর সংস্কার করা দরকার। এই চার্চে রয়েছে ১৮০০ সালে বেলজিয়াম থেকে আনা কাঁচের দরজা জানলা। সেই দরজা বহু রক্ষণাবেক্ষণের মধ্যে দিয়ে রেখেছি। বহু ইতিহাস জুড়ে রয়েছে এই চার্চের মধ্য দিয়ে। সরকার যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে জলপাইগুড়ির ইতিহাস নষ্ট হবে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

Surajit Dey

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: ব্রিটিশদের তৈরি জলপাইগুড়ির সেন্ট মাইকেল অ্যান্ড অ্যাঞ্জেল চার্চের আজ ভগ্নদশা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল