Jalpaiguri News: ডুয়ার্সে হাতির হামলা চলছেই! দাঁতালের আক্রমণে মৃত দুই

Last Updated:

শীতের রাতে এক সঙ্গে ঘুমিয়ে ছিলো আশা মাঝির পরিবার,ঘর ভেঙে হাতি এসে টেনে নিয়ে গিয়ে মেরে ফেলল মা, বাবাকে।আতঙ্কে কলাবাড়ি চা বাগানের শ্রমিক মহল্লা। মঙ্গলবার অন্যান্য রাতের মতোই বৃদ্ধ মা, বাবা এবং নিজের পরিবারের সঙ্গে শ্রমিক আবাসে ঘুমিয়ে ছিলেন আশা মাঝি

#জলপাইগুড়ি : শীতের রাতে এক সঙ্গে ঘুমিয়ে ছিলো আশা মাঝির পরিবার,ঘর ভেঙে হাতি এসে টেনে নিয়ে গিয়ে মেরে ফেলল মা, বাবাকে।আতঙ্কে কলাবাড়ি চা বাগানের শ্রমিক মহল্লা। মঙ্গলবার অন্যান্য রাতের মতোই বৃদ্ধ মা, বাবা এবং নিজের পরিবারের সঙ্গে শ্রমিক আবাসে ঘুমিয়ে ছিলেন আশা মাঝি, রাত বারোটা নাগাদ নড়তে থাকে দুর্বল শ্রমিক আবাস, কিছু বুঝে ওঠার আগেই বেড়া ভেঙে শুঁর ঢুকিয়ে দেয় জংলী হাতি, একে একে টেনে নেয় বৃদ্ধ বাবা, মাকে,ঘরের সামনে বাবার পা দুটো ছিঁড়ে দেয়, মাকে পিষে দেয় পা দিয়ে, এটুকু দেখেই পরিবারের অন্যরা ঘর ছেড়ে অন্ধকার চা বাগানে গিয়ে লুকিয়ে পড়ে।
চোখে মুখে একরাশ ভয় নিয়ে মঙ্গলবার রাতে নাগরাকাটা ব্লকের কলাবাড়ি চা বাগানের গারো লাইনে হাতির আক্রমণে দু জনের মৃত্যুর বিবরণ দিলেন কোনোক্রমে প্রাণে বেঁচে যাওয়া আসা মাঝি বুধবার মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি পাঠিয়েছে পুলিশ। মৃতদের মধ্যে রয়েছে বাবুরাম মাঝি (৬৫), এবং বাবুরামের স্ত্রী বাহামুনি মাঝি (৬০)।
আরও পড়ুনঃ জবরদখলে চলা দায় ফুটপাথ দিয়ে! ক্ষোভে ফুঁসছেন জলপাইগুড়িবাসী
এছাড়াও গুরুত্বর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে শিবরাম মাঝি, একই পরিবারের দুজনের মৃত্যুতে এক দিকে যেমন কলাবাড়ি চা বাগানে নেমে এসেছে শোকের ছায়া, পাশাপাশি জংলী হাতির আতঙ্ক। এই প্রসঙ্গে ডুয়ার্সের দুদিন পর পরই হাতির হামলায় আহত হচ্ছে বনজঙ্গল পার্শ্ববর্তী এলাকার মানুষ কখনো ঘরে ঢুকে ঘর ভেঙে দিচ্ছে এবং কখন আবার ধানক্ষেতের ধান নষ্ট করে দিয়ে চলে যাচ্ছে। হাতির উৎপাতে অতিষ্ঠ ডুয়ার্সের বিভিন্ন এলাকা।
advertisement
advertisement
Surajit Dey
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: ডুয়ার্সে হাতির হামলা চলছেই! দাঁতালের আক্রমণে মৃত দুই
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement