আরও পড়ুন: এই গরমে বাড়িতে ফোটান অর্কিড
‘ON পথশ্রী WORK’ স্টিকার লাগিয়ে জলঢাকা নদী থেকে অবৈধভাবে বালি তুলে পাচারের কারবার শুরু হয় সম্প্রতি। সরকারি রাজস্ব ফাঁকি দিয়েই চলছিল এই কারবার। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। ময়নাগুড়ি-ধূপগুড়ি ৩১ নম্বর জাতীয় সড়কের হুসলুডাঙা টোল গেট সংলগ্ন এলাকা থেকে পথশ্রী প্রকল্পের স্টিকার লাগানো দুটি ডাম্পার আটক করে ময়নাগুড়ি থানার পুলিশ। গ্রেফতার করা হয় ডাম্পার চালকদের। ধৃতদের নাম বিরাজ বেরা (২৬) ও গোপাল দাস (৩৭)। তাদের বাড়ি গয়েরকাটা এবং গোঁসাইহাট এলাকায়।
advertisement
এদিকে পথশ্রী প্রকল্পের স্টিকার লাগিয়ে ডাম্পারে করে বালি পাচারের ঘটনায় সরব হয়েছে বিজেপি। জলপাইগুড়ির বিজেপি নেতা শ্যাম প্রসাদ বলেন, তৃণমূল নেতারা সরকারি স্টিকার লাগিয়ে পুলিশের মদতে রাজস্ব ফাঁকি দিয়ে বালি পাচার করছে। এদিকে তৃণমুল নেতা তথা ময়নাগুড়ি পুরসভার উপ-পুরপ্রধান মনোজ রায় বলেন, সরকারি স্টিকার লাগিয়ে এই কাজ অন্যায়ের হয়েছে। পুলিশকে অনুরোধ করব যারা সরকারি স্টিকার লাগিয়ে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে।
সুরজিৎ দে