TRENDING:

Poisonus Snake Viral Video: নীচে ফুঁসছে প্লাবিত তিস্তা, গাছের মগডালে ফণা তুলে বিষধর সাপের তাণ্ডব! ভাইরাল ভিডিও দেখলে হাড়হিম!

Last Updated:

Poisonus Snake Viral Video:পাহাড়ি অঞ্চলে লাগাতার ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের একাধিক এলাকায় প্রকৃতির রূপ বদলাচ্ছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুরজিৎ দে, জলপাইগুড়ি: পাহাড়ি অঞ্চলে লাগাতার ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের একাধিক এলাকায় প্রকৃতির রূপ বদলাচ্ছে। সেইসঙ্গে দেখা দিচ্ছে একের পর এক বিপদ। জলপাইগুড়ি জেলার ওদলাবাড়িতে তিস্তা ব্যারাজ সংলগ্ন এলাকায় দেখা গেল এক ভয়ঙ্কর দৃশ্য। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই মুহূর্তের ভিডিও।
advertisement

এক বিশালরূপী সাপকে গাছে উঠে আশ্রয় নিতে দেখা যায়।স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার দিকে ব্যারাজ চত্বরে আচমকাই সাপটিকে দেখা যায়। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অনেকে মোবাইলে ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন।

আরও পড়ুন : যতই লোভ লাগুক, ভুলেও পেয়ারা দাঁতে কাটবেন না ‘এঁরা’! মুখে দিলেই বারোটা বাজবে শরীরের! জানুন কারা এই ফল খেলেই সাড়ে সর্বনাশ!

advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় পরিবেশকর্মীরা। তাঁরা প্রাথমিক পর্যবেক্ষণের পর জানান, এটি একটি স্পেকট্যাকাল কোবরা প্রজাতির সাপ, যা অত্যন্ত বিষাক্ত। সাধারণত এই প্রজাতির সাপ পাহাড়ি ও জঙ্গলঘেরা অঞ্চলে দেখা গেলেও, অতিরিক্ত বৃষ্টির কারণে নিচু এলাকায় চলে এসেছে বলে অনুমান।

View More

পরিবেশকর্মী অনির্বাণ মজুমদার জানান, “এটি খুব বিপজ্জনক প্রজাতির সাপ। তবে মানুষ বিরক্ত না করলে সাধারণত নিজে থেকে আক্রমণ করে না। বর্ষাকালে এমন ঘটনা প্রায়ই ঘটে। মানুষকে সচেতন থাকতে হবে।”

advertisement

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Poisonus Snake Viral Video: নীচে ফুঁসছে প্লাবিত তিস্তা, গাছের মগডালে ফণা তুলে বিষধর সাপের তাণ্ডব! ভাইরাল ভিডিও দেখলে হাড়হিম!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল