এক বিশালরূপী সাপকে গাছে উঠে আশ্রয় নিতে দেখা যায়।স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার দিকে ব্যারাজ চত্বরে আচমকাই সাপটিকে দেখা যায়। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অনেকে মোবাইলে ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন।
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় পরিবেশকর্মীরা। তাঁরা প্রাথমিক পর্যবেক্ষণের পর জানান, এটি একটি স্পেকট্যাকাল কোবরা প্রজাতির সাপ, যা অত্যন্ত বিষাক্ত। সাধারণত এই প্রজাতির সাপ পাহাড়ি ও জঙ্গলঘেরা অঞ্চলে দেখা গেলেও, অতিরিক্ত বৃষ্টির কারণে নিচু এলাকায় চলে এসেছে বলে অনুমান।
পরিবেশকর্মী অনির্বাণ মজুমদার জানান, “এটি খুব বিপজ্জনক প্রজাতির সাপ। তবে মানুষ বিরক্ত না করলে সাধারণত নিজে থেকে আক্রমণ করে না। বর্ষাকালে এমন ঘটনা প্রায়ই ঘটে। মানুষকে সচেতন থাকতে হবে।”
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
June 21, 2025 10:41 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Poisonus Snake Viral Video: নীচে ফুঁসছে প্লাবিত তিস্তা, গাছের মগডালে ফণা তুলে বিষধর সাপের তাণ্ডব! ভাইরাল ভিডিও দেখলে হাড়হিম!