কিন্তু এবার করোনার প্রকোপ কমতেই প্রান ফিরে পেয়েছে পূজো উদ্যোক্তারা জেলার বিভিন্ন ব্লকে শুরু হয়েছে একের পর নজর কাড়া কালী পূজার প্যান্ডেল। জেলায় বড় পূজো কমিটি গুলির মধ্যে অন্যতম সেরা পূজো করে থাকে জলপাইগুড়ি ৪ নং ঘুমটি এলাকার দাদাভাই ক্লাব। বরাবর তারা তাদের প্যান্ডেল ও প্রতিমায় অভিনব কিছু করে থাকে। বরাবরের মতো এবারেও তাদের দুর্গা পূজার আগে খুঁটি পূজো হয়েছিল। লোকের মুখে মুখে ছড়িয়ে গিয়েছিল দাদাভাই ক্লাব এবারে তারা ৪০ লাখ টাকা ব্যায়ে দর্শনার্থীদের কাছে উপহার দিতে চলেছে সম্পূর্ণ কাঁচের তৈরী মালয়েশিয়ায় টুইন টাওয়ার।
advertisement
আরও পড়ুনঃ এপার বাংলা ওপার বাংলার চিত্র তুলে ধরছে শান্তি সংঘ ক্লাব
যার অপূর্ব নির্মান শৈলী ও আলোকসজ্জা দেখতে শুক্রবার রাতে মানুষের ঢল নেমেছে শহরে। ক্লাব সভাপতি তপন ব্যানার্জী জানালেই খুটি পূজার পর থেকেই মিডিয়া মাধ্যমে মানুষ জেনে গেছে আমরা এবার কালী পূজোয় মালয়েশিয়ার বিখ্যাত টুইন টাওয়ার দর্শনার্থীদের উপহার দিতে চলেছি। তাই ইতিমধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন যায়গা থেকে অসংখ্য ফোন কল, হোয়াটস এপ ম্যাসেজ আসতে শুরু করে দিয়েছে। দুর্গা পূজোয় বৃষ্টি সব আনন্দ মাটি করে দিয়েছে।
আরও পড়ুনঃ বেতন বৈষম্যের প্রতিবাদে প্রধান শিক্ষকদের ডেপুটেশন
তাই আমরা আশা করছি কালী পূজার এই কয়েকদিন আবহাওয়া ভালোই থাকবে। কয়েক লাখ মানুষ আসবে। সেই অনুযায়ী আমরা প্রশাসনকে পাশে পেয়ে প্রস্তুতি নিয়ে নিয়ে নিয়েছি। এবারে প্যান্ডেলের পেছনে খরচ করা হচ্ছে প্রায় ৩০ লাখ টাকা। আলোকসজ্জা, প্রতিমা, পূজো ও ম্যানেজমেন্ট ইত্যাদির পেছনে খরচ হচ্ছে আরও ১০ লাখ টাকা। আমরা রবিবার পূজোর উদ্বোধন করতে চলেছি। সবাইকে পূজো উপভোগ করার আহ্বান জানাচ্ছি।
Surajit Dey