Jalpaiguri News: এপার বাংলা ওপার বাংলার চিত্র তুলে ধরছে শান্তি সংঘ ক্লাব

Last Updated:

ধুপগুড়িতে এবার শ্যামা পূজোর থিম 'ভাগের মা'। এপার বাংলা ওপার বাংলার ১৯৭১ এর যে চিত্র, সেই চিত্রই তুলে ধরছে জলপাইগুড়ির ধুপগুড়ির শান্তি সংঘ ক্লাব ও পাঠাগার। শহরতলীর আট দশটা বড় পূজোর মধ্যে অন্যতম পুজো এই ক্লাব।

+
title=

#জলপাইগুড়ি : ধুপগুড়িতে এবার শ্যামা পূজোর থিম 'ভাগের মা'। এপার বাংলা ওপার বাংলার ১৯৭১ এর যে চিত্র, সেই চিত্রই তুলে ধরছে জলপাইগুড়ির ধুপগুড়ির শান্তি সংঘ ক্লাব ও পাঠাগার। শহরতলীর আট দশটা বড় পূজোর মধ্যে অন্যতম পুজো এই ক্লাব। প্রতি বছরই মানুষকে বড় পুজো উপহার দিয়ে থাকে তারা। তেমনই এবছর বাংলা বিভাজনের চিত্র তুলে ধরেছে তারা। ১৯৭১ সালের ভারত-বাংলাদেশ ভাগের এমনই দৃশ্য ফুটে উঠবে ধূপগুড়ি শান্তি সংঘ ক্লাবের পুজা মন্ডপে। এবছর শান্তি সংঘের শ্যামা পুজো ৬৪ তম বর্ষে পদার্পণ করল।
ক্লাবের থিম 'ভাগের মা'। থিম ভাবনায় বাংলাভাগের বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলা হচ্ছে মন্ডপের ভিতরে। থিমটি তৈরি করছেন নবদ্বীপের শিল্পীরা। পুজো মন্ডপে প্রবেশ করলে দেখা মিলবে ভারত- বাংলাদেশ সীমান্তের কাঁটাতার। কাঁটাতার দিয়ে বিভক্ত এপার বাংলা ওপার বাংলা। বাংলা ভাগের সময় মানুষের করুন কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে থিমের মাধ্যমে। থিমের পাশাপাশি আলোকসজ্জাতেও থাকছে চমক ।এই পূজা মন্ডপের উদ্বোধন করবে টলিউড অভিনেত্রী মনিকা বেদি।
advertisement
আরও পড়ুনঃ বেতন বৈষম্যের প্রতিবাদে প্রধান শিক্ষকদের ডেপুটেশন
ক্লাবের পুজো কমিটির সম্পাদক মনোজ দে জানিয়েছেন, এবছরের পূজোর বাজেট প্রায় কুড়ি লক্ষ টাকা।পুজো মন্ডপ দেখতে উপচে পড়বে দর্শনার্থীদের ভির এমনটাই মনে করা হচ্ছে। কারণ, একটা সময় ওপার বাংলার অনেক মানুষই এপার বাংলায় এসেছেন। তারা এখনো ওপার বাংলার স্মৃতি ভুলতে পারেন নি। এখন তারা ওপার বাংলায় যেতেও পারেন না। নানান সমস্যার সম্মুখীন হতে হয় কাঁটাতারার বেড়ার জন্য।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মানসিক অবসাদে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর!
মানুষের সেই অনুভূতির কথা মাথায় রেখেই এবার আমরা পুজোয় এমন থিম করেছি।তিনি আরও জানান, মণ্ডপে মানুষের মন জয় করার জন্যই এমন থিম তুলে ধরেছি। আমরা আশা করছি এবার আমাদের এই পুজো মন্ডপে উপচে পড়া ভিড় হবে । আমরা প্রতিবছরই থিম পূজা করে থাকি, এ বছরও তার অন্যথা হবে না।
advertisement
Surajit Dey
view comments
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: এপার বাংলা ওপার বাংলার চিত্র তুলে ধরছে শান্তি সংঘ ক্লাব
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement