Jalpaiguri News: মানসিক অবসাদে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা এক গৃহবধূর।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি ব্লকের বারঘোরিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খয়েরবাড়ি, সৎসঙ্গ পাড়া এলাকায়। গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
#জলপাইগুড়ি : গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা এক গৃহবধূর।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি ব্লকের বারঘোরিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খয়েরবাড়ি, সৎসঙ্গ পাড়া এলাকায়। গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঐ মহিলার পরিবার সূত্রে জানা যায় দক্ষিণ খয়েরবাড়ি এলাকার সৎসঙ্গ পাড়া এলাকার বাসিন্দা সুমিত্রা সরকার সঙ্গে শিলিগুড়ি আমবাড়ি এলাকার যুবক সঞ্জয় রায়ের প্রায় আটমাস আগে বিয়ে হয়।
বুধবার শ্বশুরবাড়ি থেকে স্বামীর সঙ্গে বাপের বাড়িতে আসে সুমিত্রা। বৃহস্পতিবার সকালে সবকিছু স্বাভাবিক ছিল বলে জানা যায়। বাড়ির সকলে জমিতে কাজে গেলে সকলের অনুপস্থিতিতে গোয়াল ঘরে গিয়ে গায়ে আগুন দেয় সুমিত্রা। বিষয়টি আশেপাশের লোকজন বুঝতে পেরে ছুটে এসে তাকে উদ্ধার করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ও ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা।
advertisement
advertisement
দ্রুততার সঙ্গে ঐ গৃহবধুকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর ওই গৃহবধূকে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তর করে। সুমিত্রার বাবা সুবল সরকার জানায় মেয়ে বাড়িতে সকলের অনুপস্থিতিতে গায়ে আগুন দেয়। গতকালকেই জামাই ওকে বাড়িতে দিয়ে গিয়েছিল। কি কারণে গায়ে আগুন দিল সেটা বুঝে উঠতে পারছি না।মেয়ে অনেকদিন ধরেই অসুস্থ ছিল ।আট মাস আগেই বিয়ে দিয়েছিলাম শিলিগুড়িতে।
advertisement
Surajit Dey
view commentsLocation :
First Published :
October 20, 2022 8:06 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: মানসিক অবসাদে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর!

