Jalpaiguri News: সবজি চাষ করে কৃষক সন্মান পেলেন রফিউল করিম
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
সেই ভাবে শীত না পড়লেও বাজারে বিভিন্ন ধরণের শীতকালীন শাক দেখা যাচ্ছে। আর নেট হাউসে বিভিন্ন ধরণের শীতকালীন শাক চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। ডুয়ার্সের মেটেলি ব্লকের বাতাবাড়ির কৃষক রফিউল করিম প্রধান।
#জলপাইগুড়ি : সেই ভাবে শীত না পড়লেও বাজারে বিভিন্ন ধরণের শীতকালীন শাক দেখা যাচ্ছে। আর নেট হাউসে বিভিন্ন ধরণের শীতকালীন শাক চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। ডুয়ার্সের মেটেলি ব্লকের বাতাবাড়ির কৃষক রফিউল করিম প্রধান। এলাকায় জুয়েল নামেই পরিচিত তিনি। কৃষি দফতরে আতমা প্রকল্পের মাধ্যমে তিনি ওই নেট হাউস পেয়েছেন। বর্তমানে ওই নেট হাউসের ভিতৌ শীত মানে সবুজ সবজির র জৈব পদ্ধতিতে পালং শাক, মুলা পাতা,ধনে পাতা,লাল শাক চাষ করে মুনাফা করছেন তিনি।
advertisement
বাজারে খুবই চাহিদা আছে ওই সমস্ত শাকের। আর এই চাহিদাকে কাজে লাগিয়েই ওই সকল শাক চাষ করে ভালোই অর্থ উপার্জন করছেন জুয়েল বাবু। এর জন্য অবশ্য তিনি কৃষি দফতর ধন্যবাদ জানিয়েছেন। সারা বছরই তিনি কৃষি কাজ করেন। কৃষি কাজের জন্য ২০১৭ সালে মেটেলি ব্লকের কৃষক সন্মান ও ২০১৮ সালে রাজ্য সরকারের কৃষক সন্মান পান রফিউল বাবু।
advertisement
আরও পড়ুনঃ রক্ত শূন্যতায় ভুগছে জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক
শুধু শাকই নয় নেট হাউসের মধ্যে টমেটো, লঙ্কা, বাধাকপির চারাও উৎপাদন করছেন তিনি। রফিউল করিম প্রধান বলেন,কৃষি দফতর আতমা প্রকল্পের মাধ্যমে ওই নেট হাউস দেওয়া হয়েছে। বর্ষায় বাইরে ওই সমস্ত শাক ও সবজি চাষ করা যায় না। এই নেট হাউসের ভিতরে যাবতীয় শাক ও সবজি চাষ করা যায়।
advertisement
সম্পুর্ন জৈব পদ্ধতিতেই চাষ করা হচ্ছে। বাজারে ওই সকল শাকের ভালোই চাহিদা আছে। বিক্রিও ভালো হচ্ছে। লাভও হচ্ছে। শীতকালীন বিভিন্ন সবজির চারাও করা হচ্ছে নেট হাউসের ভিতরেই। এই নেট হাউসের জন্য কৃষি কাজে সুবিধা ও লাভ হচ্ছে। এর জন্য আমি মেটেলি ব্লক কৃষি বিভাগ কে ধন্যবাদ জানাই। কৃষি কাজে কৃষি আধিকারিকরাও যথেষ্ট সহযোগিতা করে।
advertisement
Surajit Dey
view commentsLocation :
First Published :
October 20, 2022 5:47 PM IST