Jalpaiguri News: নিয়মকে বুড়ো আঙুল! জেলা জুড়ে চলছে বেআইনি বালি তোলার কাজ!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
জেলায় যখন মুখ্যমন্ত্রী ঠিক তখনই প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে চলছে নদী থেকে বেআইনিভাবে বালি উত্তোলন। মঙ্গলবার সাতসকালে দেখা যায় জলপাইগুড়ি শহর লাগুয়া বিভিন্ন নদীতে একই চিত্র।
#জলপাইগুড়ি : জেলায় যখন মুখ্যমন্ত্রী ঠিক তখনই প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে চলছে নদী থেকে বেআইনিভাবে বালি উত্তোলন। মঙ্গলবার সাতসকালে দেখা যায় জলপাইগুড়ি শহর লাগয়া বিভিন্ন নদীতে একই চিত্র। মঙ্গলবার জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েত গৌরিহাট করলা নদীতে দেখা গেল এই দৃশ্য। তার সাথে জলপাইগুড়ি থেকে কিছুটা দূরে যমুনা নদী সেখান থেকে চলছে বালু মাফিয়াদের রমরমা ব্যবসা। অন্যদিকে জলপাইগুড়ির তিস্তার বুকের থেকে বালি উত্তোলনের কারবার চলছে। জানা যায় বৈধ কাগজের কথা দেখতে চাইলেই দেওয়া হয় বিভিন্ন অজুহাত।
অন্যদিকে দেখা যাচ্ছে এই বালির উত্তলনের সঙ্গে জড়িয়ে রয়েছে বিভিন্ন শ্রমিকরা কারণ তারা এই বালির খাদানে কাজ করেই তাদের সংসার চলে। বন্ধ কারণে সমস্যা হচ্ছে। অবৈধভাবে নদী থেকে বালি উত্তোলন কারণে দেখা যাচ্ছে নদীর পার্শ্ববর্তী এলাকার মানুষজনের ধসের কারণে তাদের চাষের জমি গ্রাস করেছে নদী, সমস্যার সম্মুখীন দেখা দিচ্ছে। এর জেরে জলপাইগুড়ি সেচ দপ্তরের কাছে এসেছিল চাষীরা তাদের এই নদী ভাঙ্গন কেন্দ্র বন্ধ করবার জন্য।
advertisement
আরও পড়ুনঃ বন্ধ বাগান! দীপাবলীর আগেই অন্ধকারে কয়েকশো চা শ্রমিক পরিবার!
তবে এ বিষয়ে স্থানীয় তৃনমুল পঞ্চায়েত সদস্য সনজিত কর্মকার প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগলেন। তিনি বলেন, প্রশাসন কাজ করছে আর একটু সক্রিয় হলে ভালো হয় কারণ যে হারে এই এলাকা থেকে বাল উত্তোলন করছে অবৈধ বালি ব্যবসায়ীরা তাতে পার্শ্ববর্তী এলাকার গ্রাম যে রয়েছে ধসের মুখে পড়বে সেই গ্রামগুলি। প্রশাসনের একটু নজর দেওয়া উচিত।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দীপাবলিতে তেলে নয়, জল দিয়ে জ্বলবে প্রদীপ! দেখুন ভিডিও
অন্যদিকে পরিবেশপ্রেমী বিশ্বজিৎ বাবু জানান তিনি বলেন পরিবেশকে ধ্বংস করে দিচ্ছে কিছু অসাধু লোকজন জন্য একদিকে গাছ কেটে বনাঞ্চল ধ্বংস হয়ে যাচ্ছে অন্যদিকে নদীর দিকে বেআইনিভাবে বালি উত্তোলন করে বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাছে। কিছু স্থায়ী বাসিন্দারা জানান নদীর পার্শ্ববর্তী এলাকার মানুষ আমরা দেখেও না দেখার ভান করে থাকতে হয়। কারণ তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে সমস্যার সম্মুখীন হতে হয়।
advertisement
Surajit Dey
view commentsLocation :
First Published :
October 18, 2022 7:11 PM IST
বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: নিয়মকে বুড়ো আঙুল! জেলা জুড়ে চলছে বেআইনি বালি তোলার কাজ!